ভোর রাতে ঠান্ডা থাকলেও বেলা গড়ালে কিছুটা গরম, এখনও লাগছে পাখার হাওয়া

Published : Nov 27, 2019, 11:27 AM ISTUpdated : Nov 27, 2019, 04:05 PM IST
ভোর রাতে ঠান্ডা থাকলেও বেলা গড়ালে কিছুটা গরম, এখনও লাগছে পাখার হাওয়া

সংক্ষিপ্ত

ভোরে ঠান্ডা পড়লেও, বেলা গড়ানোর সঙ্গে গরম বাড়ছে আজ শহরতলির আকাশ আংশিক মেঘলা থাকবে  যার দরুন এখনও ট্রেনে-বাসে পাখাটা এখনও চলছে শহরের সর্বনিম্ন তাপমাত্রার ২০  ডিগ্রি সেলসিয়াস   

বুধবার ভোরের দিকে ঠান্ডা পড়লেও, যত বেলা গড়াচ্ছে গরম বাড়ছে। শহরতলির আকাশ আংশিক মেঘলা। যার দরুন ট্রেনে-বাসে পাখাটা এখনও চলছে। পুরোপুরি ঠান্ডা না পড়ার দরুন শহরবাসী কিছুটা অস্বস্তিতে।

 

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২০  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ১০০  শতাংশ।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৫ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৪  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ সারাদিন আংশিক মেঘলা থাকবে। 

আরও পড়ুন, না খেলে কি মরে যাবেন, সোশ্যাল মিডিয়ায় পিঁয়াজ বয়কটের ডাক

শহরে এই মুহূর্তে বিয়ের মরসুম চলছে। তাই বিয়ে বাড়িতে ডিজাইনিক ভারী পোশাক পরবে বলে কম-বেশী সবাই  শীতের অপেক্ষায়। ভোর ও রাতে ঠান্ডা থাকছে। ফ্য়ান অফ করে, চাদর নিয়েই ঘুমোতে হচ্ছে বটে। কিন্তু দুপুরে বাইরে কিছুটা গরম থাকছে। 
 

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের