বাগুইআটি থানা এলাকায় রেকর্ড সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ৪৩ জন

  • রাজ্য়ে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ
  •  করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যাও ক্রমবর্ধমান
  •  আক্রান্তের নিরিখে প্রত্যেকদিনই রেকর্ড সংক্রমণ
  • বাগুইআটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৩ জন 

রাজ্য়ে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যাও ক্রমবর্ধমান। আক্রান্তের নিরিখে প্রত্যেকদিনই রেকর্ড সংক্রমণ এই রাজ্যে। গতকাল বাগুইআটি থানা এলাকায় রেকর্ড সংক্রমণ হয়েছে ভাইরাসে।  আক্রান্ত হয়েছেন ৪৩ জন। 

সাপ্তাহিক লকডাউন-এর দিনগুলিতে দেখা গিয়েছিল সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে রাস্তায় মানুষ বেরিয়েছিল। সেই মতো পুলিশ ব্যবস্থা নিয়েছিল। একদিনে ৩০ জনকে গ্রেফতার করেছিল বাগুইআটি থানার পুলিশ। এইবার রেকর্ড সংক্রমণ শুধুমাত্র বাগুইআটি অঞ্চলে। জানা গিয়েছে, বাগুইআটি থানা এলাকায় মোট সংক্রমণের সংখ্যা ৭৮০ ছাড়িয়েছে।  মৃত্যু হয়েছে ২২ জনের। এদিকে করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৩৫৪জন।

Latest Videos

পরিসংখ্য়ান বলছে, ইতিমধ্য়েই  বাংলায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বৃস্পতি থেকে শুক্রবারের মধ্য়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের৷ একদিনে আক্রান্ত প্রায় আড়াই হাজার৷ অন্তত তেমনই বলছে,রাজ্যের স্বাস্থ্য বুলেটিন। গতকালের মধ্য়ে  রাজ্য়ে আক্রান্ত ২, ৪৯৬ জন৷  এই পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০,১৮৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০ ,২৩৩ জন৷

এর আগে রেকর্ড গড়ে রাজ্য়ে করোনা নিয়ে মৃত্যু হয়েছিল ৪৬ জনের। এখন সংখ্যাটা এক কমেছে।  ৪৫ জনের  মধ্যে কলকাতারই মারা গিয়েছেন ২১জন৷ রাজ্য়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ৫৮১ জন৷  ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,১১৮ জন৷ সব মিলিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৮,৩৭৪ জন৷ পরিসংখ্য়ান বলছে,রাজ্য়ে এখন সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮.৯২ শতাংশ৷ 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!