শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়, সল্টলেকের একে ব্লকে এবার থাকছে চমক

  • কলকাতায় পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে
  • অনেক দিন থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে পুজোর
  • প্রতি বছরের মত এবছরও নানান  চমক
  • একে ব্লক সার্বজনীন দূর্গোৎসব কমিটির থিমেও থাকছে চমক 
     

debojyoti AN | Published : Sep 3, 2019 10:50 AM IST / Updated: Sep 23 2019, 02:14 PM IST

আসছে পুজো আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়ও। ওলিতে গোলিতে বাঁশ পড়ার শব্দ আর আর কুমাড়টুলির মায়ের মূর্তি জানান দিচ্ছে মা আসছে। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে সল্টলেকের একে ব্লকের প্যান্ডাল সাজ সজ্জার কাজও।  

থিমের পুজোর রমরমা এখন প্রায় সর্বত্র। আর সেই থিমের পুজোরই এক নতুন ভাবনায় মন্ডপ সাজাচ্ছে সল্টলেকের একে ব্লক। ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে পুজোর কাজ। অন্যান্য বছরের মত এবছরও সেখানে দেখতে পাওয়া যাবে এক অন্য স্বাদের থিম। এই অন্য় স্বাদের থিমের জন্য তারা আগেও বহুবার পুরষ্কৃত হয়েছে। আর এবছরও সেই পথে হেটেই তারা পাইপ আর দড়ি নিয়ে কাজ করছে তারা। পাইপ আর দড়ির ব্যবহারেও যে এমন প্যান্ডাল করা সম্ভব এবার তারা সেটাই করে দেখাতে চলেছে।  
 
ইতিমধ্যেই তাদের থিমের কথা তারা জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাট ফর্মে। এছাড়াও সেখানে থাকছে আরও নানান চমক। আর সেই চমক সামনে আসতেই আর কিছু দিনের অপেক্ষা। 
 

Share this article
click me!