চলে গেলেন বাংলা কল্পবিজ্ঞানের পুরোধা অদ্রীশ বর্ধন, শোকের ছায়া সাহিত্যমহলে

arka deb |  
Published : May 21, 2019, 11:48 AM IST
চলে গেলেন বাংলা কল্পবিজ্ঞানের পুরোধা অদ্রীশ বর্ধন,  শোকের ছায়া সাহিত্যমহলে

সংক্ষিপ্ত

চলে গেলেন বাংলা কল্পবিজ্ঞানের শ্রেষ্ঠ স্রষ্টা অদ্রীশ বর্ধন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৯৬ বছর। 

 

চলে গেলেন বাংলা কল্পবিজ্ঞানের শ্রেষ্ঠ স্রষ্টা অদ্রীশ বর্ধন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৯৬ বছর।  দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।  

অদ্রীশ বর্ধনের জন্ম কলকাতায় এক শিক্ষক-পরিবারে। অ্যাডভেঞ্চারের টানে জীবনে অনেক পেশার সাথে যুক্ত ছিলেন। চাকরি, ব্যবসা ও সাহিত্যসাধনা সবই চলেছে পাশাপাশি। পরে নামী একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজার-পদে ইস্তাফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে। গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখির শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়নী। বাংলায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদি লেখার ক্ষেত্রে অদ্রীশ বর্ধন ছাপিয়ে গিয়েছেন নিজের সময়কে।

 ভারতের প্রথম কল্পবিজ্ঞান-পত্রিকা আশ্চর্য-র ছদ্মনামী সম্পাদক। এখন সম্পাদনা করেন "ফ্যানটাসটিক। সত্যজিৎ রায়ের সভাপতিত্বে প্রথম "সায়ান্স ফিকশন সিনে ক্লাব”-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক। । স্বল্পায়ু আশ্চর্য পত্রিকা বন্ধ হওয়ার পরে অদ্রীশ বর্ধন শুরু করেন  ‘ফ্যানট্যাস্টিক’,সহ-সম্পাদক রণেন ঘোষ। পত্রিকা, রেডিও, ফিল্ম ক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন ।

কিছুদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় কী নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

PREV
click me!

Recommended Stories

Today live News: India vs South Africa 3rd T20 - ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা