সোমবার শপথ গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রিসভার, তৈরি মন্ত্রীদের নামের তালিকা

  • সোমবার শপথ নেবেন রাজ্যের নব নির্বাচিত বিধায়করা
  • নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে
  • মন্ত্রীরা সোমবার শপথ নেবেন রাজভবনে
  • সোমবার সকাল ১০.৪৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান

debojyoti AN | Published : May 9, 2021 1:36 PM IST / Updated: May 09 2021, 07:47 PM IST

রাজভবন জুড়ে প্রস্তুতি পর্ব তুঙ্গে। সোমবার শপথ নিতে চলেছেন রাজ্যের নব নির্বাচিত বিধায়করা। নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। তাঁরাই সোমবার শপথ নেবেন রাজভবনে। সোমবার সকাল ১০.৪৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। 

Latest Videos

এদিন শপথ নিতে চলেছেন রাজ্যের একাধিক প্রাক্তন মন্ত্রী। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দফার সরকারে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভূমিকা পালন করেছেন।  সোমবার শপথ নিতে চলেছে সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, মানস ভুঁইঞা, মলয় ঘটক, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, জাভেদ খানের মতো নেতারা। 

তালিকায় রয়েছেন কিছু নতুন মুখ। থাকছেন মানস ভুইয়া, রত্না দে নাগ, অখিল গিরি, শিউলি সাহা, বীরবাহা হাঁসদা, মনোজ তিওয়ারির মতো বেশ কয়েকজন। মোট পূর্ণমন্ত্রী হবেন ২৪ জন। প্রতিমন্ত্রী থাকবেন ১৯ জন। স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হবেন ১০ জন। সোমবার তাই শপথ নিতে চলেছেন মোট ৪৩ জন মন্ত্রী। 

 

জানা গিয়েছে, এবারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে সোমবার বিকেল তিনটেয়। করোনা আক্রান্ত হয়েছেন ব্রাত্য বসু। তাই ভার্চুয়ালি শপথ নেবেন ব্রাত্য। পুরোনো বেশ কয়েকজন শপথ নিলেও, দফতর বদলে যেতে পারে বলে জল্পনা।  

বর্তমানে বেড়ে চলা রাজনৈতিক হিংসার মধ্যেই হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষত বিজেপি । রাজ্যের ভোট সন্ত্রাস নিয়ে ভোটের ফল প্রকাশের পর থেকেই সরব গেরুয়া শিবির। ইতিমধ্যেই রিপোর্টও তলব করা হয়েছে। সরব হয়েছেন বিজেপির সর্বভাবরতীয় সভাপতি জেপি নাড্ডা। 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
গার্ডেনরিচে নয়া মাইলফলক! আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের হাত ধরে আধুনিক ভেসেল নির্মাণের সূচনা!
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News