বিশেষজ্ঞ নেই রাজ্য়ের কাছে,বউবাজার মেট্রো নিয়ে হাইকোর্টে হলফনামা

  • ফের কি বউবাজারে ইষ্ট ওয়েষ্ট মেট্রোর কাজ শুরু হতে পারে
  • কেন্দ্রকে বিষয়টি দেখে ৭ ফেব্রুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ
  • মতামত দেবার জন্য তাদের কোনও বিশেষজ্ঞ নেই
  • এমনই নির্দেশ দিয়েছে কলকাতা  হাইকোর্ট

ফের কি বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হতে পারে? কেন্দ্রকে বিষয়টি খতিয়ে দেখে আগামী ৭ ফেব্রুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে  রাজ্য সরকার মঙ্গলবার হলফনামা দিয়ে জানিয়েছে, ওই জায়গায় আদৌ কাজ শুরু হতে পারে কিনা তা খতিয়ে দেখে মতামত দেবার জন্য তাদের কোনও বিশেষজ্ঞ নেই। 

গত সেপ্টেম্বরের শুরুতেই বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজের সময় বিপর্যয় ঘটে৷ মেট্রোর কম্পনের জন্য় সেখানকার কয়েকটি বাড়ি ভেঙে পড়ে৷ পরিস্থিতির ওপর নজর রেখে কলকাতা হাইকোর্ট মেট্রোর নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখার অন্তর্বর্তীকালীন  নির্দেশ দেয়। আপাতত সেখানে কোর্টের নির্দেশ মেনে কেএমআরসিএল কাজ বন্ধ রেখেছে৷ তবে ফের সেখানে কাজ শুরু করতে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের কাছে অনুমতি চায় নির্মাণকারী সংস্থা। 

Latest Videos

রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মেট্রোর বিশেষজ্ঞ কমিটিকে একসঙ্গে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলেছিল কোর্ট৷ কিন্তু এদিন রাজ্য হলফনামা দিয়ে জানায়, এবিষয়ে মতামত দিতে তাদের কোনও বিশেষজ্ঞ নেই। ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, তাদের কোনও বিশেষজ্ঞ কমিটিকে বিষয়টি খতিয়ে দেখে আগামী ৭ ফেব্রুয়ারি রিপোর্ট দিতে৷

রাজ্য়ের সাম্প্রতিক অতীত বলছে, মাস তিনেক আগে মাটির নিচে টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে বউবাজারে বিপর্যয় ঘটে। মেশিনের চাপ সহ্য করতে না পেরে  দুর্গাপিতুরি লেন ও স্যাকড়াপাড়া লেনে একাধিক বাড়ি ভেঙে পড়ে। রাতারাতি গৃহহীন হয়ে পড়ে বহু পরিবার। এই ঘটনার পরই বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।  আদালত সাফ জানিয়ে দিয়েছে, বিশেষজ্ঞদের রিপোর্ট দেখে ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে কোনও নির্দেশ দেওয়া হবে না। এরপরই ফের এদিন মামলা আদালতে ওঠে। 

Share this article
click me!

Latest Videos

ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর