বুধবার থেকে হাওড়া ও শিয়ালদহ সেকশনে কতগুলি করে লোকাল ট্রেন, সংখ্যা প্রকাশ করে দিল রেল
বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা
ঠিক কতগুলি ট্রেন চালানো হবে এই নিয়ে একটা ধোঁয়াশা ছিল
অবশেষে রবিবার রেল থেকে জানানো হয়েছে ট্রেনের সংখ্যা
হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচলের সংখ্যা জানানো হয়েছে
Asianet News Bangla | Published : Nov 8, 2020 3:55 PM IST / Updated: Nov 08 2020, 09:50 PM IST
বুধবার থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তার আগে রবিবার রাতে কোন শাখায় কত ট্রেন চলবে তার তালিকা ঘোষণা করলো পূর্ব-রেল। পূর্ব-রেল জানিয়েছে, হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন মিলিয়ে চালানো হবে ৬১৫ টি লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনে চালানো হবে ৪১৩ টি লোকাল ট্রেন। অন্যদিকে হাওড়া ডিভিশনে চালানো হবে ২০২ লোকাল ট্রেন।
Latest Videos
শিয়ালদহ ডিভিশন
মোট লোকাল ট্রেনের সংখ্যা ৪১৩টি
শিয়ালদহ মেইন শাখায় চলবে ২৭০টি লোকাল ট্রেন
শিয়ালদহ দক্ষিণ শাখা চলবে ১৪৩টি লোকাল ট্রেন
শিয়ালদহ-কৃষ্ণনগর ২২ টি লোকাল ট্রেন
শিয়ালদহ-নৈহাটি ২৪ টি লোকাল ট্রেন
শিয়ালদহ-রানাঘাট লালগোলা ১০ টি লোকাল ট্রেন
শিয়ালদহ-হাসনাবাদ ২৬টি লোকাল ট্রেন
শিয়ালদহ-বারাসাত দত্তপুকুর ৮টি লোকাল ট্রেন
শিয়ালদহ-শান্তিপুর ১৪টি লোকাল ট্রেন
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ১৪টি লোকাল ট্রেন
শিয়ালদহ-ব্যারাকপুর ১৮টি লোকাল ট্রেন
শিয়ালদহ-ডানকুনি ৩২ টি লোকাল ট্রেন
শিয়ালদহ-গেদে ২৪ টি লোকাল ট্রেন
শিয়ালদহ-রানাঘাট ১৩ টি লোকাল ট্রেন
শিয়ালদহ-বনগাঁ ৩৯টি লোকাল ট্রেন
রানাঘাট-বনগাঁ ১৭ টি লোকাল ট্রেন
এছাড়া বনগাঁ অথবা নৈহাটি, দমদম, মাঝেরহাট এর মধ্যে সাতটি লোকাল ট্রেন এবং বিবাদীবাগ শিয়ালদার মধ্যে দুটি লোকাল ট্রেন চালানো হবে
অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখা চালানো হবে ১৪৩টি লোকাল ট্রেন