গত কয়েকদিন ধরেই শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সকালের দিকে বেশ একটা শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল, বার্তা দিচ্ছিল শীতের আগমনের। কিন্তু মঙ্গলবার তাতে তাল কাটল এদিন স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উঠল তিলোত্তমরা তাপমাত্রার পারদ।
আগামী দু-তিন দিন নতুন করে আর তাপমাত্রা নামার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি উপরে।
আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুদিন সকালে সামান্য কুয়াশা পরলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। সকাল, সন্ধ্যায় অনুভূত হবে হালকা শীতের আমেজ। দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন মাঝারি কুয়াশা হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে সপ্তাহন্তে আরব সাগর ও ভারত মহাসাগরে নিম্নচার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর জেরে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবেশএ বাধা ঘটতে পারে। যার জেরে শীত আসতে দেরি হতে পারে।