বিধানসভার PAC-এর চেয়ারম্যান কে হবে, জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, বিধানসভার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)চেয়ারম্যান বিরোধী দলকে ছাড়াই রীতি। তবে এবার সেই রীতি আদৌ মানবে কিনা, এনিয়ে উদ্বেগের মুখে বিজেপি। সপ্তদশ বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের শুক্রবার শেষ দিন। এদিনই PAC-এর চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার সম্ভবনা।
আরও পড়ুন, কড়া নজরে রাজীব-সব্যসাচী, দল বিরোধি বক্তব্যের জেরে 'বহিষ্কার' করবে কি BJP
উল্লেখ্য, কোন বিধানসভার শেষ দিনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)চেয়ারম্যান সহ সব কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন স্পিকার। শুক্রবারও অধিবেশেনের শেষ মুহূর্তে সেই দৃশ্যই ফিরতে চলেছে, জোর চাপান উতোর রাজনৈতিক মহলে। PAC-এর চেয়ারম্যান মুকুল রায়কে করা হতে পারে বলে আশঙ্কা গেরুয়া শিবিরের। তাই বরাদ্দ ১০ কমিটির চেয়ারম্যানের নামের তালিকা স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দেয়নি তাঁরা। বিধানসভায় রয়েছে মোট ৪১ টি কমিটি। এর মধ্য়ে শাসক বিরোধীদের মধ্যে ১০ টি পাচ্ছে বিজেপি। PAC ছাড়া বাকি কমিটিগুলির চেয়ারম্যান পদের জন্য নামের চূড়ান্ত তালিকা তুলে দেয়নি বিজেপির পরিষদীয় দল। তাঁদের দাবি, আগে PAC-এর চেয়ারম্যানের নাম ঘোষণা করা হোক। তারপর দেওয়া হবে তালিকা। প্রসঙ্গত, সপ্তদশ বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের শুক্রবার শেষ দিন। তাই শুক্রবারই PAC-এর চেয়ারম্যানের নাম ঘোষণা হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন, দেবাঞ্জন কাণ্ডে আজই বড় পদক্ষেপ নিতে পারে ED, মোড় নেবে কি কেন্দ্র-রাজ্য সংঘাত
সূত্রের খবর, ওই পদটি বিরোধীদের ছাড়তে চায় না শাসক দল। বরং তা দেওয়া হতে পারে মুকুল রায়। দলবদল করতলেও তিনি খাতায় কলমে এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। তবে এমনটাই প্রথমবার নয়, এর আগে মানস ভুঁইয়া দলবদল করলেও PAC-এর চেয়ারম্যান হয়েছিলেন। মমতা বন্দ্য়োপাধ্যায় ইতিমধ্য়েই বলেছেন মুকুল তো এখনও বিজেপির বিধায়ক। তাহলে তাঁর চেয়ারম্যান হলে ক্ষতি কী'। আর এখানেই ক্ষোভ বিজেপি তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীদের।