এবার আন্তর্জাতিক নারীদিবসেও নাগরিকত্ব আইনের বিরোধিতা

Published : Mar 06, 2020, 12:04 AM IST
এবার আন্তর্জাতিক নারীদিবসেও নাগরিকত্ব আইনের বিরোধিতা

সংক্ষিপ্ত

এবার নারী দিবসেও নাগরিকত্ব আইনের বিরোধিতা ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসে কলকাতায় মিছিল বের হবে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে এনআরসি ও সিএএ বিরোধী ডাক দেওয়া হবে মিছিল থেকে

আর ক-দিন বাদেই আন্তর্জাতিক নারী দিবস। যদিও প্রতিবছর নারী সংগঠনগুলি নানাভাবে পালন করে দিনটিকে, তবে এবারে তাতে নতুন মাত্রা যুক্ত হতে চলেছে। স্বাধিকার সমন্বয় রক্ষা কমিটির তরফ থেকে এবার নারীদিবসে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করা হবে।

বৃহস্পতিবার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কনীনিকা ঘোষ জানান, এবার ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবসের দিন রামলীলা ময়দান থেকে পার্ক সার্কাস ময়দান অবধি মিছিল করা হবে। ওই মিছিলের উদ্বোধন করবে আবৃত্তিশিল্পী ঊর্মিমালা বসু।  ওই দিন মিছিলে যথারীতি মহিলাদের অধিকার রক্ষার ডাক দেওয়া হবে। সেইসঙ্গে এবছর যুক্ত হবে সিএএ ও এনআরসি ইস্য়ু। নতুন নাগরিকত্ব আইনে যেহেতু বিপন্ন মহিলারাও, তাই ওইদিন সিএএ ও এনআরসির বিরোধিতা  করা হবে। কনীনিকাদেবী জানান, দেশে নারী নির্যাতন বেড়ে চলেছে। এখন তো আবার ধর্ষণ করে খুনও করে দেওয়া হচ্ছে। এমতাবস্থায় পথে নামা ছাড়া আর উপায় নেই।

জানা গিয়েছে, বিভিন্ন বাম সংগঠন উপস্থিত থাকবে ওই মিছিলে। এছাড়াও থাকবেন সমাজের বিশিষ্টজনেরা।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
মেসি কাণ্ড: দুই তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি বিজেপির, কার নামে বোমা ফাটালেন শুভেন্দু?