বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি দিয়ে পোস্টার

Published : Sep 24, 2019, 06:35 PM IST
বিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি দিয়ে পোস্টার

সংক্ষিপ্ত

বিধাননগরের  ডেপুটি মেয়রেক খুনোর হুমকি পোস্টারে খুনের হুমকি নারায়ণপুর এলাকায় পোস্টার প্রতিবাদ মিছিল করল তাপস ঘনিষ্ঠরা

বিধাননগরের পুরনিগমের মেয়রকে খুনের  হুমকি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য নারায়ণপুরের নতুনপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে পোস্টারটি চোখে পড়ে স্থানীয়দের।  পোস্টারে লেখা ছিল  'তাপস চট্টোপাধ্যায় মুর্দাবাদ, অরিন্দম ঘোষ জিন্দাবাদ।' আরও একটি পোস্টারে এরসঙ্গেই লেখা, 'কিল তাপস চট্টোপাধ্যায়।'  নতুনপাড়া এলাকার বিভিন্ন স্থানে এই পোস্টার মারা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণপুর থানার পুলিশ। কে বা কারা এই পোস্টারগুলি মারল , তা খতিয়ে দেখা হচ্ছে।

তাপসের সঙ্গে পোস্টারে নাম ছিল অরিন্দম ঘোষের।  তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের ১ নম্বর বোরো চেয়ারম্যান ডামপি মণ্ডলের অনুগামী হিসাবেই পরিচিত অরিন্দম। ডিরোজিও কলেজের প্রাক্তন ছাত্রনেতা অরিন্দম ঘোষ।  এদিকে তাপস চট্টোপাধ্যায়ের নামে পোস্টারের প্রতিবাদে এলাকায় মিছিল বার করেন তার অনুগামীরা।  

নতুন পাড়ার কিছুটা দূরে লালকুঠির পার্থনগরীতে বাড়ি বিধাননগরের ডেপুটি মেয়রের। গত ৬ অগস্ট তার বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এই হামলার সঙ্গে হুমকি পোস্টারের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
 

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের