অভিনেত্রীর পাশে না দাঁড়ানোর মাশুল, শাস্তির মুখে পুলিশের তিন বড়কর্তা

  • ঊষসী কাণ্ডে নয়া মোড়
  • তিনজন পুলিশে বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ 
  • বরখাস্ত একজন, শো-কজ অন্য দুইজনকে
arka deb | Published : Jun 19, 2019 3:22 PM IST / Updated: Jun 20 2019, 08:02 AM IST

ঊষসী কাণ্ডে নয়া মোড়। চারু মার্কেট থানার এসআই পীযূষ বলকে বরখাস্ত করা হল। ভবানীপুর ও ময়দান থানার এসআই-কেও শো-কজ করা হল। তিনজনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

গত মঙ্গলবার এই শহরে মধ্যরাতে নিগ্রহের শিকার হন এই জনপ্রিয় অভিনেত্রী। গত মঙ্গলবার রাতে নিজের সহকর্মীর সঙ্গে একটি অ্যাপ ক্যাবে চড়ে কর্মস্থল থেকে দক্ষিণ কলকাতার বাড়িতে ফিরছিলেন তিনি। এক্সাইড মোড়ে একদল বাইকবাজ তাঁর গাড়িটিতে ধাক্কা মারে। অপরাধ করে ক্ষমা চাওয়া তো দূরে থাক। উল্টে ওই গাড়ির চালককেই বাইরে বের করে ওই যুবকরা বেধড়ক মারধর করতে থাকে।

ঊষসী সেনগুপ্ত ঘটনায় সাহায্য চাইতে গেলে প্রথমে ময়দান থানা থেকে তাঁকে ভবানীপুর থানায় যেতে বলা হয়। পরে ওই যুবকরা ফের প্রিন্স আনওয়ার শাহ রোডে ঊষসীদের উপরে চড়াও হলে চারু মার্কেট থানায় অভিযোগ জানাতে যান ঊষসী। সেখান থেকেও তাঁকে ফের ভবানীপুর থানায় যেতে বলা হয় বলে অভিযোগ। 

Latest Videos

খবর ছড়াতেই আসরে নামে প্ৰশাসন। গ্রেফতার হন অভিযুক্তরা। ধৃতদের বিরুদ্ধে ৩২৩, ৩২৪ এবং ৩৫৪-র মতো জামিন অযোগ্য ধারাতেও মামলা করেছে পুলিশ। যার মধ্যে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। ধৃতদেরর দু' দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।  

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News