এবার করোনা আক্রান্ত তৃণমূলের মন্ত্রী, আনা হল বেলেঘাটা আইডিতে

Published : Aug 12, 2020, 12:52 AM ISTUpdated : Aug 12, 2020, 10:27 AM IST
এবার করোনা আক্রান্ত তৃণমূলের মন্ত্রী, আনা হল  বেলেঘাটা আইডিতে

সংক্ষিপ্ত

করোনা আক্রান্ত রাজ্য়ের মন্ত্রী স্বপন দেবনাথ  বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি  আইডি হাসপাতালেই তার কোভিড টেস্ট হয়েছিল তারপরেই পজিটিভ রিপোর্ট আসে তৃণমূলের মন্ত্রীর  

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: করোনা আক্রান্ত রাজ্য়ের মন্ত্রী স্বপন দেবনাথ। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালেই তার কোভিড টেস্ট হয়েছিল, তারপরেই পজিটিভ রিপোর্ট আসে।  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইডিতে ভর্তি রয়েছেন তিনি । যদিও অনেকেই জানিয়েছেন, প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে স্বপনবাবুকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে তৃণমূলে করোনার থাবা নতুন নয়। রাজ্য়ের করোনা চিত্র বলছে, সুজিত বোস, নির্মল মাঝি ও তমোনাশ ঘোষেরও কিছু আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্য়ে করোনা যুদ্ধে জিতে সুজিত বোস ও নির্মল মাঝি ফিরে এলেও তমোনাশ ঘোষের মৃত্যু ঘটে।

সূত্রের খবর, সম্প্রতি মন্ত্রীর সংস্পর্শে যারা এসেছেন তাদের খোঁজ নেওয়া হচ্ছে।  তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। শীঘ্রই তাঁদের করোনা পরীক্ষাও করানো হবে। দলের মন্ত্রীর এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে তৃণমূলে। 
 

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি