Humayun Kabir threatens: প্রকাশ্য জনসভা থেকে ওসিকে বদলির হুমকি, ফের বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

Published : Dec 26, 2021, 03:38 PM IST
Humayun Kabir threatens: প্রকাশ্য জনসভা থেকে ওসিকে বদলির হুমকি, ফের বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

সংক্ষিপ্ত

চূড়ান্ত বেফাঁস মন্তব্যে ভাইরাল তৃণমূলের বিতর্কিত দাপুটে বিধায়ক! ওসিকে চ্যালেঞ্জ জানিয়ে ভাটপাড়ায় বদলি হুমকি, মুখ রক্ষায় মাঠে নামল তৃণমূল নেতৃত্ব।

বরাবরই তিনি বিতর্কে থেকেছেন। এমতাবস্থায় এবার আগামী ১ জানুয়ারি শাসকদল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস(Ruling party tmc establishment day) পালনের আগে থানার ওসিকে জনসভা থেকে রীতিমতো প্রকাশ্যে হুমকি দিতে দেখা গেল মুর্শিদাবাদের দাপুটে বিধায়ক হুমায়ুন কবিরকে(Murshidabad MLA Humayun Kabir)। যা নিয়ে ফের নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে এই কাণ্ড প্রকাশ্যে আসতেই এদিন মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব(Murshidabad district tmc leadership) তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে। যদিও এই ব্যাপারে প্রকাশ্যে জেলা নেতৃত্ব কিছু না বলতে চাইলেও বর্তমান মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, "পুরো বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি। এমন কাজ অভিপ্রেত নয়"।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ভরতপুর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে। জানা যায়,আগামী ১ জানুয়ারি মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় নেতা-নেত্রীরা। সেইমতো বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ ভরতপুরের যুব তৃণমূল সভাপতি নজরুল ইসলাম দলের প্রতিষ্ঠা দিবস পালনে সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি নিতে থানায় যান। তবে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। ওসি রাজু মুখোপাধ্যায় তাঁকে পরিষ্কার জানিয়ে দেন, ইতিমধ্যেই প্রতিষ্ঠা দিবস পালনের সভা করার অনুমতি তৃণমূলকে দেওয়া হয়েছে। তাই আর নতুন করে কোনও সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। আর তাতেই বেজায় ক্ষিপ্ত হন বিধায়ক হুমায়ুন কবীর। এর পরেই বিধায়ক  দলীয় কর্মীদের সামনেই সরাসরি পুলিশকে হুমকি দিয়ে বসেন বলে অভিযোগ। রীতিমতো অপমানজনক কথা বলে তাকে বদলির হুমকি পর্যন্ত দেওয়া হয়।

আরও পড়ুন-আচার্য কেন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালই করে দিন, শিক্ষামন্ত্রীকে আক্রমণ ধনকড়ের

ওই দিন হুমায়ন কবিরকে কার্যত শাসানির সুরে বলতে শোনা যায়, “টেবিলের উপর পা দিয়ে দাঁড়িয়ে যাবো। ওই থানার কর্তব্যরত পুলিশেরা তখন বুঝবে হুমায়ুন কবীর কী জিনিস।” এছাড়াও ওসিকে বদলির হুমকিও দিয়ে বলেন, “যদি ওসি থাকার ইচ্ছা হয় তাহলে দালালি বন্ধ করুন। না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করব। তখন তুমি বুঝতে পারবে হুমায়ুন কবীর কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে চলে যাবে। বলবে আমি ভাটপাড়ায় বেশ ছিলাম, ভাটপাড়াতে চলে যাব।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমি জেলা তৃণমূল নেতাদের তোয়াক্কা করি না। এলাকার তৃণমূল নেতা, থানার ওসি কাউকে পাত্তা দিই না। প্রয়োজনে আমি বেআইনি কাজ করতেও পিছপা হব না"। এখানেই থেমে থাকেননি ওই বিধায়ক হুমায়ুন। বিতর্কিত ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, “পুলিশ যদি পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, তাহলে আমাকে তার জবাব দিতে হবে।” হুমায়ুনের আরও হুঁশিয়ারি, “যদি আইন-শৃঙ্খলার অবনতি হয় তার জন্য দায়ী থাকবে প্রশাসন”।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর