'হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক', ফাঁস হল দিলীপ ঘোষের ভাইরাল ভিডিওর রহস্য

  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও 
  • দিলীপ ঘোষ সেখানে বলছেন,  'হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক।'
  • কেন, কোন প্রসঙ্গে তিনি বললেন এই কথা
arka deb | Published : Jul 11, 2019 5:14 AM IST / Updated: Jul 11 2019, 10:49 AM IST


খবরেই থাকেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির গতায়তের কোনও খবরই সংবাদমাধ্যমের চোখ এড়ায় না। তবে এবার তিনি শিরোনামে এসেছিলেন অন্য ভাবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-য় দেখা যায় দিলীপ ঘোষ বলছেন, 'হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক।' দ্রুত ছড়িয়ে পড়তে শুরু ভিডিও। অন্য দিকে করে এই মন্তব্যের দিনক্ষণ কার্যকারণের খোঁজ। 
এবার জানা গেল ঠিক কেন এই শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। 
আরও পড়ুনঃ মমতা আমাদের সদস্য নন, মিম বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ

প্রথমেই বলা যাক সেদিন কী বলেছিলেন দিলীপ ঘোষ। ভিডিওতে দেখা যায়, দিলীপ ঘোষ সংগঠনের কর্মীদের রণং দেহী মেজাজে জিজ্ঞেস করছেন, 'হারল কেন বিজেপি ওখানে? সংগঠনটা আমি করব না হিন্দুরা করবে? কিছু মরুক না এত কষ্ট পাচ্ছেন কেন? আমার কল্য়ানকে হারালে কেন? কৃষ্ণনগরের লোকের প্রতি আমার কোনও মায়া নেই। হিন্দু অনেক মরেছে আরও কিছু মরুক।
লাফাতে লাফাতে সাষ্টাঙ্গে প্রণাম, রেল কর্তার ভক্তিতে ঘাবড়ে গেলেন দিলীপই, দেখুন ভিডিও

Latest Videos

অর্থাৎ ঘটনাস্থল কৃষ্ণনগর। কিন্তু কবে? সূত্রের খবর, নদিয়ায় দুটি কেন্দ্রে মধ্যে একটিতে জয় পেলেও অন্য কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের কাছে কল্যাণ চৌবে হেরেছেন ৬০ হাজারেরও বেশি ভোটে। তাতেই রুষ্ট হয়েছেন দিলীপ ঘোষ, ধমকেছেন সংগঠনের কর্মাীদের।

প্রসঙ্গত এদিন সংবাদমাধ্যমের সামনে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, হিন্দুদের রক্ষা করেন তাঁরাই, অথচ মানুষ ভোট দেয় অন্যদের। তাঁর আরও দাবি, মানুষও তাদের ভুল বুঝতে পেরেছে।উল্লেখ্য, কয়েক দিন আগেই দলীয় কর্মীদের মৃত্যুর কথা বলতে গিয়ে কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল রাজ্য সভাপতির। দলীয় কর্মীর মৃত্যুতে যিনি শোকে কাতর, তিনিই কী ভাবে বলেন, আরও হিন্দু মরুক, প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। 


 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul