পড়ে গেল পুজোর ছুটি সরকারি অফিসে, আজ থেকে টানা ১৬ দিন দেদার মজা বাঙালির

Published : Oct 17, 2020, 06:29 PM IST
পড়ে গেল পুজোর ছুটি সরকারি অফিসে, আজ থেকে টানা ১৬ দিন দেদার মজা বাঙালির

সংক্ষিপ্ত

সরকারি কর্মীদের ছুটি পড়ে গেল টানা ১৬ দিনের জন্য   শনিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ছুটি   সব ছুটি মিলিয়ে ফের সরকারি অফিস খুলবে ২ নভেম্বর  জরুরী পরিষেবা চালু রাখতে বিশেষ ব্য়বস্থা নিয়ে রাজ্য সরকার 

 
পুজোর ছুটি দেদার মজা। জমিয়ে খাওয়া-ভুড়ি নিয়ে হাঁফাতে হাঁফাতে বাজার করতে যাওয়া, ঝাল ফুচকায় কামড়, এসব বাঙালি প্রাণের থেকেও প্রিয়। তাই করোনা ভিলেন হলেও শায়েস্তা করতে কোনও কিছুই বাদ দেবে না বাঙালি। জমিয়ে ঘুমোবে-উঠে ভাববে-তারপর আবার খেয়ে দেয়ে ঘুমোবে। বৃষ্টি হবে কাটলেটে কামড় দিতে দিতে সিরিয়াস মুখ করে মাস্ক সরিয়ে রেখে করোনা পরিস্থিতির কথা বলবে। কারণ শুক্রবার থেকেই সরকারি কর্মীদের ছুটি পড়ে গেল টানা ১৬ দিনের জন্য।

 

 

সবমিলিয়ে ফের সরকারি অফিস খুলবে ২ নভেম্বর 

নবান্ন থেকে জারি করা নির্দেশিকা অনুসারে, শনিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ছুটি। চলবে ১ নভেম্বর পর্যন্ত। শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটির পর অফিশিয়ালি ছুটি শুরু হবে সোমবার তৃতীয় থেকে । টানা ছুটি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত লক্ষী পুজো পর্যন্ত। এরপর ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর  শনিবার-রবিবার। তাই ফের ছুটি। সবমিলিয়ে ফের সরকারি অফিস খুলবে ২ নভেম্বর।

 

 

নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম


অপরদিকে, করোনা আবহে টানা ছুটিতে জরুরী পরিষেবা চালু রাখতে বিশেষ ব্য়বস্থা নিয়ে রাজ্য সরকার। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবে করোনা আবহের মধ্যে আপন ছন্দে ফিরছে কলকাতা। পুজো দেখতে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে বাঙালি।

 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর