আজ, সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্য়েই কয়েক পশলা বৃষ্টিতে ভিজছে শহর। গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া-সহ বেশ কিছু অঞ্চলে ভরী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া উপকূলবর্তী জেলা যেমন ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলায়, যেমন ঝাড়গ্রাম, ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পরশু দিন থেকে বৃষ্টিপাত কমবে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর ও কলকাতার উপর দিয়ে অবস্থান করছে। কলকাতায় যার জেরে এই কদিন আকাশ মেঘলা থাকবে ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
হাওয়া অফিস জানাচ্ছে, মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। তবে এবারের বৃষ্টির ঘাটতির জন্য পুজোর সময়ে ভোগান্তি রয়েছে কি না সেই নিয়ে বাঙালির কপালে ভাঁজ পড়েছে।