আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোনও জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপমাত্রা এবার থেকে বাড়তে শুরু করবে।
কয়েকদিন আগেও বাংলায় (West Bengal) শীতের (Winter Weather) আমেজ ভালোই ছিল। কিন্তু, হঠাৎ করেই কয়েকদিন ধরে গরম (Temperature Increase) বাড়তে শুরু করে দিয়েছে। বেলা বাড়ার সঙ্গেই ভালো গরম অনুভূত হচ্ছে। আর তার সঙ্গেই বাড়ছে হাঁসফাঁসানি। তবে এই পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এখনই বৃষ্টির (Rain) দেখা পাওয়া যাবে না সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বরং আগামী ২ দিনে কলকাতার তাপমাত্রা (kolkata Temperature) আরও বাড়বে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোনও জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপমাত্রা এবার থেকে বাড়তে শুরু করবে। এখন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে রয়েছে। তবে এটা আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই ৩৪ থেকে ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে। তার জেরেই ধীরে ধীরে বাড়বে গরম।
আরও পড়ুন- আগামী ৫ দিন দুই বঙ্গেই আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস, নেই বৃষ্টির সম্ভাবনাও
চলতি মরশুমে রাজ্য়ে তেমন ঠান্ডার দেখা পাওয়া যায়নি। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে ঠিক মতো উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারেনি। ফলে কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার পর আবার তাপমাত্রা বেড়েছে। বার বার রাজ্যে প্রবেশের পথে উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ার পরই কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। এবার অবশ্য শীতকে বিদায় জানিয়ে রাজ্যে পা রাখছে গরম। চলতি মরশুমে গরমের দাপট ঠিক কতটা থাকবে তা এখন থেকেই ভালো ভাবে টের পাওয়া যাচ্ছে। বেলার দিকে এখন থেকেই হাঁসফাঁসানি গরম অনুভূত হচ্ছে। আর দিন দিন এই গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- 'রাজ্য পুলিশে ভরসা নেই', আনিশের বাড়িতে অধীর যেতেই সিবিআই তদন্তের দাবি ছাত্র নেতার বাবার
মার্চের যত দিন যাবে, ততই চড়বে পারদ। তবে পারদ চড়ার বিষয়টি লাগামছাড়া হওয়ার কোনও সম্ভাবনা নেই। নিয়মিত ঝড়বৃষ্টি, কালবৈশাখী তাপপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে। সাহায্য করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামীর সপ্তাহের শেষের দিকে মেঘলা হতে পারে আকাশ। অভিমুখ যদিও শ্রীলঙ্কা-তামিলনাড়ু। ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে আবহাওয়াবিদরা এও বলছেন, জলীয় বাষ্প রাজ্যে ঢুকলে শুকনো গরম থেকে রেহাই মিললেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন বঙ্গবাসী।
আরও পড়ুুন- আগামী ৭ মার্চ শুরু মাধ্যমিক, কোভিড বিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আগাম প্রস্তুতি প্রশাসনের
প্রসঙ্গত, গত সপ্তাহে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও পরে তা বিদায় নেয়। বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ঝোড়ো হাওয়া- সহ বৃষ্টি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আর তার সঙ্গেই বেড়েছে রোদের তাপ। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু, তাতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোনও পরিবর্তন হয়নি। আর এবার আরও তীব্র গরমের মুখোমুখি হতে হবে রাজ্যবাসীকে।