শুক্রবার সকালে আকাশের মুখ ভার। কিন্তু বৃষ্টির দেখা সেভাবে মিলল না দক্ষিণবঙ্গে। যদিও এখনই আশাহত হওয়ার কথা বলছে না কলকাতা হাওয়া অফিস। শুক্রবার যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার কথা ছিল উত্তর উড়িষ্যা ও ঝাড়খন্ডে, তার জেরে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেল। ফলে শুক্রবার ও শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিগ্রহ! দোষী ছাত্রকে গণপিটুনি থেকে বাঁচালেন তিনিই
উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম,বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হবে আজ ও আগামী কাল। ফলেই স্বস্তি মিলবে কালও। রাজ্যের বেশ জেলায় শুক্রবার সকাল থেকেই হালকা বৃষ্টি হয়েছে। ফলে দিনের তাপমাত্রা খানিকটা কমেছে।
তাপমাত্রা কম থাকবে আগামী কালও কিন্তু আংশিক মেঘলা আকাশ হওয়ার ফলে অস্বস্তি কাটছে না এখনই।
অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে এল সুখবর। মাসের শেষ দিন তৈরি হতে চলেছে অন্য একটি নিম্নচাপ। তার ফলেই এখন বেশ কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। সাত থেকে দশ দিন থাকবে এর প্রভাব বলেই শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হল।