ধেয়ে আসছে বৃষ্টি, ভিজবে কলকাতা, বর্ষা শুরুর দিনও জানাল হাওয়া

  • তাপদগ্ধ শহর এবার হাসবে
  • আসতে চলেছে বৃষ্টি
  • অপেক্ষা আর কিছুক্ষণের, জানিয় দিল হাওয়া অফিস
arka deb | Published : Jun 18, 2019 11:12 AM IST

তাপদগ্ধ শহর এবার হাসবে। আসতে চলেছে বৃষ্টি। অপেক্ষা আর কিছুক্ষণের, জানিয় দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় বিকেল ও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর কারণ হিসেবে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার ঝাড়খন্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা জন্য জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণ বঙ্গে র জন্য বৃষ্টির সম্ভাবনা আজ।

Latest Videos

কিন্‌তু বর্ষা কবে আসবে, তার উত্তরও দিচ্ছে হাওয়া অফিস। আবহবিদদের মতে, এখন উত্তর-পূর্ব মৌসুমী বায়ু  সব জায়গায় ঢোকার উপকূল পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে র উপর একটা সক্রিয়তা তৈরি হতে চলেছে। এর ফলে আসা করা যাচ্ছে ৩ থেকে ৪ দিনের মধ্যে ওড়িশা ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। 

আবহবিদদের আরও দাবি, যত দিন না বর্ষা ঢুকছে, ততদিন দিনের বেলায় আর্দ্রতা ও গরম বজায় থাকবে। আর রাতের দিকে বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। তারপর ৪৮  ঘণ্টায় পরে উপরের ৫ জেলাতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। 

আর পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া,বাঁকুড়া ,বর্ধমানে তাপপ্রবাহ র সতর্কতা থাকবে আগামী ৪৮ ঘণ্টা।

Share this article
click me!

Latest Videos

ভাঙড়ে তুলকালাম! কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল | Bhangar News Today | Arabul Islam News
'এই অর্ন্তদ্বন্দ্বের ফলে তৃণমূল কদিন পরই শেষ হবে' বিস্ফোরক মন্তব্য অধীর Adhir Ranjan Chowdhury-র
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
Bangladesh-এ শান্তি ও Chinmay Krishna-র মুক্তির কামনায় অখণ্ড গীতা মহাযজ্ঞ! শান্তির বার্তা মানুষের
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari