পারদ চড়ে শীতের আমেজ উধাও শহরে, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা

Published : Jan 06, 2021, 08:12 AM ISTUpdated : Jan 06, 2021, 08:21 AM IST
পারদ চড়ে শীতের আমেজ উধাও শহরে, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা

সংক্ষিপ্ত

বুধবার সারাদিন আকাশ পরিষ্কার শহরে   শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৯.০ ডিগ্রি    তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির সম্ভাবনাউত্তর পশ্চিম ভারতে 

বুধবার সারাদিন আকাশ পরিষ্কার শহর ও শহরতলি থেকে। রাতের তাপমাত্রা স্বাভাবিক। তবে দিনের তাপমাত্রা বাড়ল। আগামী সপ্তাহের আগেই কলকাতায় ১৫ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ৭ তারিখ পর্যন্ত তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে।আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, বুধবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে।

 

 

সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলা শীতের আমেজ কমছে।   এমনই থাকবে আবহাওয়া। বাংলায় রবিবার থেকে বেড়েছে তাপমাত্রা। আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত এর সম্ভাবনা কমবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী ৭ তারিখ পর্যন্ত তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে।  আগামী সপ্তাহের আগেই কলকাতায় ১৫ ডিগ্রী ছাড়িয়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।  পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে  আবহাওয়ার পরিবর্তন। জম্মু-কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে।  ভারী বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে। 

 

 


জানুয়ারি মাসের শুরুতেই দিনের বেলা বাইরে বেরোলে রীতিমত ঘাম বেরোচ্ছে শরীর থেকে। শীত কার্যত উধাও বাংলা থেকে।  আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, বুধবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। নুন্যতম তাপমাত্রা  ১৬.৪ ডিগ্রি  সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি  সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৭ শতাংশ এবং ন্যুনতম ৪২ শতাংশ।  এদিকে সোমবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। নুন্যতম তাপমাত্রা  ১৪.১ ডিগ্রি  সেলসিয়াস।  কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৩.১ ডিগ্রি  সেলসিয়াস। শহর ও শহরতলিতে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৯ শতাংশ এবং ন্যুনতম ৪২ শতাংশ।  


 

PREV
click me!

Recommended Stories

Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি