হাঁসফাঁসানি গরম থেকে রেহাই, বুধবারই দক্ষিণবঙ্গ জুড়ে নামতে পারে স্বস্তির বৃষ্টি

Published : Apr 19, 2022, 08:32 PM IST
হাঁসফাঁসানি গরম থেকে রেহাই, বুধবারই দক্ষিণবঙ্গ জুড়ে নামতে পারে স্বস্তির বৃষ্টি

সংক্ষিপ্ত

আগামীকালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২২ এপ্রিল কলকাতায় বৃষ্টি বেশ ভালোই হবে। তার সঙ্গে আবার বইতে পারে ঝোড়ো হাওয়া। 

সকালে ঘুম থেকে উঠেই দেখা মিলছে রোদের। মেঘলা আকাশের দেখা পাওয়াই যাচ্ছে না। আর বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই শুরু হয়ে যাচ্ছে হাঁসফাঁসানি গরম। গরমে যেন প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। বেলার দিকে বাড়ি থেকে বের হতে গেলেই ভয় করছে। রোদের তেজে পুড়ে যাচ্ছে গা। বৈশাখের এই গরমে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এদিকে আকাশে বৃষ্টির দেখাও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির হাত থেকে একমাত্র রক্ষা করতে পারে কালবৈশাখী। কিন্তু, তার দেখাও পাওয়া যাচ্ছে না। তার অপেক্ষায় চাতকপাখির মতোই হপিত্যেশ করেই বসে রয়েছেন রাজ্যবাসী। কিন্তু, বৃষ্টি হব হব করেও আর হচ্ছে না। এদিকে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির দেখা মিলছে না সেখানে উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির সঙ্গে সেখানে ঝড়ের দাপটও দেখা গিয়েছে। আর তার জেরে মৃত্যু হয়েছে অনেকেরই। সেখানে এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী। 

বহু দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। শীতের সময় উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছিল। কিন্তু, তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। সেই ২৮ ফেব্রুয়ারি শেষবার বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে আর বৃষ্টির দেখা পাওয়া যায়নি। অবশ্য এই পরিস্থিতিতে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, আগামীকালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২২ এপ্রিল কলকাতায় বৃষ্টি বেশ ভালোই হবে। তার সঙ্গে আবার বইতে পারে ঝোড়ো হাওয়া। আর এই সব মিলিয়েই বুধবার দিনটা দক্ষিণবঙ্গবাসীর কাছে বেশ ভালোই হতে চলেছে বলে অনুমান করা যাচ্ছে। 

আরও পড়ুন- বড় ধাক্কা জিডি বিড়লার, ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত আরও জোরাল হতে চলেছে। আর সেখান থেকে জলীয় বাষ্প পৌঁছে যাবে মালভূমিতে। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর ফলেই আজ সকাল থেকেই আংশিক মেঘলা ছিল আকাশ। তার সঙ্গে হাওয়াও বেশ ভালোই রয়েছে। বিকেলের পর থেকে আবহাওয়া কিছুটা হলেও মনোরম। অবশ্য গরম ছিটেফোঁটাও কমেনি। তা যেমন থাকার তেমনই রয়ে গিয়েছে। 

আরও পড়ুন- একের পর এক 'বিতর্কিত' মন্তব্য, সৌগতকে তলব করতে পারে দলের শৃঙ্খলারক্ষা কমিটি

অবশ্য আগামীকাল এই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া পশ্চিমের যে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল তাও আর থাকবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে কিছুটা হলেও মিলবে স্বস্তি। আর বিকেলের দিক থেকে আবহাওয়াও বেশ মনোরম হয়ে উঠতে পারে। তার পরিবর্তে বৃষ্টি নামতে পারে ঝেঁপে।  

আরও পড়ুন- সিন্ডিকেট বিবাদ উত্তম আর বাচ্চার গোষ্ঠীর মধ্যে , ভরদুপুরে বাঁশদ্রোনীতে চলল গুলি

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?