রাজ্য়ে ২৪ ঘণ্টায় সংক্রামিত ৬৪৯, মৃত ১৬

  • বেড়েই চলেছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা
  • টানা চার দিন ৬০০ পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা
  •  গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছল ৬৪৯-এ
  •  স্বাস্থ্য় দফতরের বুলেটিনে বলা হয়েছে,  ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন।

বেড়েই চলেছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা। টানা চার দিন ৬০০ পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছল ৬৪৯-এ। শুক্রবারের স্বাস্থ্য় দফতরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন।

বর্তমানে রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৮১৯। যার মধ্যে করোনা অ্যাকটিভ রয়েছে ৬০৮৩ জনের দেহে। এদিনই ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ির পথে গেছেন। পরিসংখ্যান বলছে, রাজ্যে এখন মোট সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা ১৩,০৩৭ জন।

Latest Videos

সুস্থ হওয়ার সঙ্গে মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে রাজ্য়ে। করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় যে ১৬ জনের মৃত্যু হয়েছে, তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯৯। এঁদের মধ্যে ৫৩৬ জনের অবশ্য অন্য কো মর্বিডিটি ছিল। গত ২৪ ঘণ্টায় যারা মারা গিয়েছেন তাদের মধ্য়ে ৮ জন কলকাতার বাসিন্দা। বাকি ৩ জন উত্তর ২৪ পরগনা, ২ জন করে হাওড়া, হুগলি এবং ১ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।

বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ১০,৪০৫টি করোনা টেস্ট হয়েছে। সব মিলে এ রাজ্যে টেস্টের সংখ্যাও পেরিয়ে গেল ৫ লক্ষ। রাজ্য়ে এখন ৫১টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। ৭৮টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা। ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে মোট ৭ হাজার ৪৪৯ জন রোগী রয়েছেন।
 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা Mamata Banerjee', তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today