করোনা আবহে শিল্পীদের পাশে সরকার, বড় ঘোষণা মুখ্যসচিবের

Published : Nov 21, 2020, 09:09 PM IST
করোনা আবহে শিল্পীদের পাশে সরকার, বড় ঘোষণা মুখ্যসচিবের

সংক্ষিপ্ত

করোনা আতঙ্কে জমায়েত নিষিদ্ধ বিপাকে পড়েছেন শিল্পীরা তাঁদের পাশে দাঁড়াল রাজ্য সরকার বড় ঘোষণা করলেন মুখ্যসচিব

করোনা আবহের মধ্যে রাজ্যের বিভিন্ন শিল্পীদের উৎসাহিত করতে বিশেষ পরিকল্পনা নিল রাজ্য সরকার। শনিবার রাজ্যের মুখ্যসচিব নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যের বিভিন্ন শিল্পী, লোকসংগীতশিল্পী, আবৃত্তিকার সহ বিভিন্ন শিল্পীরা যাতে উৎসাহ পান এবং যাতে তাদের সহায়তা প্রদান করা যায় সেকারণেই আমাদের এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, শিল্পীদের উৎসাহিত করতে হবে। সেই কারণে বন্ধ হলে ২০০ জন, খোলা জায়গায় মাঠের আয়তন বুঝে, মাস্ক পড়ে সেখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা যাবে। 

আরও পড়ুন: গাড়িতে খড় তোলার সময়ে দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল দু'জন

এই পরিপ্রেক্ষিতে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা হয়েছে তাঁদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পীদের যাতে উৎসাহের সঙ্গে সহায়তা প্রদান করা যায় সেই ব্যবস্থা করতে হবে। সঙ্গে তিনি আরো বলেন, জীবিকার পথে যাতে কোনো অন্তরায় সৃষ্টি না হয় সেটা আমাদের দেখতে হবে। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় আরো জানান, কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজিকে বলে দেওয়া হয়েছে, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। মেলা, এক্সপ্রো কিংবা প্রদর্শনীর উপর রাজ্য সরকার গুরুত্ব দিতে চায়।

PREV
click me!

Recommended Stories

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণের কাজ
আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস