চুল আঁচড়ালে মাথার ত্বকের রক্ত সঞ্চালনা ঠিক হয়। প্রবাহ ঠিক ভাবে হতে পারে। যার ফলে চুল পড়া কমে। কিন্তু ভুল সময়ে চুল আঁচড়ালেই বিপদ। একেবারে চুল উঠে টাক পড়ে যেতে পারে।
28
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
নিয়ম করে চুল আঁচড়ালে শুধু চুলই ভালো থাকে না। মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতেও এটি অত্যন্ত উপকারী।
38
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
চুলের স্বাস্থ্য ভালো রাখতে রাখতে কাঠের চিরুনি ব্য়বহার করা অত্যন্ত উপকারী। কাঠের চিরুনি ব্যবহার করলে খুব একটা চুল পড়ে না।
48
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
তবে চিরুনি করারও বেশ কিছু নিয়ম রয়েছে। এক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ মানতে হবে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন সময় চুল আঁচড়াবেন না।
58
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
ভিজে মাথায় একেবারেই চুল আঁচড়াবেন না। এতে চুল ঝরে পড়তে পারে। বা টাক পড়ার সমস্যা দেখা দেয়।
68
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
কখনই নোংরা চিরুনিতে চুল আঁচড়াবেন না এতে চুলের ভীষণ ক্ষতি হয়। চুলে বিভিন্ন রকম সংক্রমণ দেখা দিতে পারে।
78
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
অন্যের চিরুনি তে কখনই চুল আঁচড়াবেন না। এতে অন্যের মাথায় কোনও রোগ বা ফঙ্গাল ইনফেকশন থাকলে তা আপনার চুলেও দেখা দিতে পারে।
88
ভুলেও এই সময়ে চুল আচড়াবেন না!
নোংরা চুল না আঁচড়ানোই ভাল। এতে চুলের গোড়ায় ময়লা জমে যায় এবং চুল ঝরে পড়ে।