দিনের শুরুতে অবশ্যই এই কাজ করুন, সপ্তাহখানেকের মধ্যে ত্বকে আসবে জেল্লা, পুজোর আগে মেনে চলুন এই বিউটি টিপস

পুজোর সময় ত্বকের যত্ন নেওয়ার জন্য কিছু টিপস দেওয়া হয়েছে। লেবু ও মধুর জল পান, নিয়মিত ব্যায়াম, ত্বক পরিষ্কার এবং অ্যালোভেরার প্যাক ব্যবহারের মাধ্যমে ত্বকের জেল্লা বাড়ানো সম্ভব।

Sayanita Chakraborty | Published : Sep 18, 2024 8:22 AM IST / Updated: Sep 18 2024, 01:53 PM IST

হাতে আর মাত্র কটা দিন। এতদিন চলছিল প্রকৃতির খেলা। ঝড়-বৃষ্টির মধ্যে পুজোর আমেজ কেউই উপভোগ করতে পারিনি। কিন্তু, গতকাল থেকে পরিষ্কার আকাশ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। তাই দেরি না করে শুরু করে দিন ত্বকচর্চা। আর হাতে সপ্তাহখানেক বাকি। তার মধ্যে জেল্লা আনুন ত্বকে। জেনে নিন কী করবেন।

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু ও মধুর জল পান করুন। এতে আপনার লিভার ভালো থাকবে। লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি আছে। যা ত্বকে আনবে জেল্লা।

Latest Videos

নিয়ম করে ব্যায়াম করুন। এতে চেহারা যেমন সঠিক থাকে তেমনই ত্বক ভালো থাকে। শরীরের এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে ত্বকেরও করুন। এই অভ্যেস রপ্ত করতে বলিরেখা আসবে না সহজে।

সকালে উঠে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখে টোনার, তারপর সিরান ও শেষে ময়েশ্চরাইজার লাগান।

ঘুমানোর সময় রোজ ভালো করে মুখ পরিষ্কার করে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও এক বিশেষ কাজ করুন। মুখ পরিষ্কার হয়ে গেলে অ্যালোভেরার প্যাক লাগান। একটি পাত্রে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। তাতে ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল আর চার ফোঁটা রোজ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে মুখে লাগান। হাতে ম্যাসেজ করুন। সকালে মুখ ধুয়ে নিলেই মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই টিপস। কয়েক দিনের মধ্যেই ত্বকে পার্থক্য দেখতে পাবেন। দূর হবে ত্বকের সকল দাগ। আসবে জেল্লা। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের ইডি হানা! তল্লাশি চালানো হল হুগলির শ্রীরামপুর বিধানসভার বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে | ED Raid
এবার বড় 'অ্যাকশন!' 'কালীঘাট অভিযান' নিয়ে চরম ইঙ্গিত শুভেন্দুর! যা বলেদিলেন | Suvendu Adhikari |
কলকাতা পুরসভার কর্মচারীদের প্রতিবাদের হুঙ্কার! কালো বেলুন উড়িয়ে বার্তা | RG Kar Protest
'একটা বেয়াদব' শুভেন্দুর নিশানায় কলকাতার নয়া পুলিশ কমিশনার | Suvendu Adhikari | CP Kolkata |
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র