উৎসবের মরশুমে ত্বকে ফিরিয়ে আনুন হারানো উজ্জ্বলতা, রইল সহজ কিছু ঘরোয়া টোটকা

Published : Sep 18, 2025, 12:35 PM IST

Skincare Tips: উৎসবের মরশুম শুরুর আর ১০ দিনও বাকি নেই। তার আগে কাজের ফাঁকে নিজের ত্বককে ঝকমকে করে তুলতে এখন থেকেই শুরু করুন রূপচর্চার কাজ। তবে পার্লারে যাওয়ার সময় না থাকলে ঘরোয়া পদ্ধতিতেই করতে পারেন বাজিমাত। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
রূপচর্চায় বেসন

উৎসবের মরশুম মানেই সাজগোজ। কে কীভাবে নিজেকে বাইরের জগতে সুন্দর করে মেলে ধরতে পারে। আর এই উৎসবের মরশুমে আপনার যদি ভিড় ঠেলে স্যালনে যেতে না ইচ্ছা করে তাহলে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন চটজলদি বেসনের ফেসপ্যাক। যা মুখে মাখলে বাড়বে ত্বকের জেল্লা। 

25
মৃত কোষ দূর করে বেসন

রূপচর্চায় বেসন  হলএকটি পরিচিত ও উপকারী উপাদান। যা ত্বক পরিষ্কার করে মৃত কোষ দূর করে। ত্বকের কালো দাগ কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এটি ত্বকের তৈলাক্ততা কমাতেও সাহায্য করে এবং বিভিন্ন ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করা যায়, যেমন হলুদ, দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে এটি মুখে মাখা যেতে পারে।

35
কালো দাগ ও ব্রণের দাগ দূর করে

পুজোর আগে মুখে ব্রণের সমস্যায় ভুগছেন? কালো দাগ দূর করতে আপনার জন্য মুশকিল আসান হতে পারে বেসন। পুজোর আগে  নিয়মিত ব্যবহার করুন বেসন। কারণ, এর ব্যবহারে ত্বকের কালো দাগ, যেমন রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ কমে যায়। ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত। 

45
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

বেসন ত্বকের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে এবং ত্বককে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব উপকারী, কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে পারে। ফলে মুখ দেখাবে উজ্জ্বল। 

55
মৃত কোষ অপসারণ

বেসনের মৃদু এক্সফোলিয়েটিং গুণের কারণে এটি ত্বকের মরা কোষ দূর করে এবং ত্বককে সতেজ করে। বেসন ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ময়লা ও তেল দূর করে। 

Read more Photos on
click me!

Recommended Stories