শীতের মরশুমে হাত থাকবে নরম, দেখুন কোন উপায় মিলবে উপকার, রইল বিশেষ টিপস

Published : Dec 27, 2024, 02:51 PM IST
hand care

সংক্ষিপ্ত

শীতকালে রুক্ষ হাতের সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় জেনে নিন। অলিভ অয়েল, নারকেল তেল, দই, লেবু, চিনি, গোলাপ জল ও গ্লিসারিনের মতো উপাদান ব্যবহার করে নরম ও কোমল হাত পান।

শীতের সময় রুক্ষ্ম ত্বকের সমস্যায় জর্জরিত প্রায় সকলেই। এই সময় মুখ, হাত-পা থেকে চুল নিয়ে সমস্যায় ভোগেন সকলেই। সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ঠিক করা কঠিন। এবার শীতের মরশুমে হাত থাকবে নরম, দেখুন কোন উপায় মিলবে উপকার।

অলিভ অয়েল ও নারকেল তেল

শীতের সময় হাত ফাটার সমস্যা নতুন কথা নয়। এই সমস্যা থেকে মুক্তি দেবে অলিভ অয়েল ও নারকেল তেল। একটি পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও নারকেল তেল নিন। হাত পরিষ্কার করে নিন। এই তেলের মিশ্রণ হাতে লাগান। রাতে ঘুমাতে আগে এই তেল লাগান। এতে হাত নরম হবে।

দইয়ের প্যাক

একটি পাত্রে বেসন নিন। তাতে পরিমাণ মতো দই দিন। মেশান সামান্য হলুদ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। হাত পরিষ্কার করে নিন। এই তেলের মিশ্রণ হাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

লেবু ও চিনির প্যাক

পাত্রে ২ টেবিল চামচ লেবুর রস নিন। তাতে মেশান চিনি। ভালো করে মিশিয়ে প্যাক বানান। হাত পরিষ্কার করে নিন। এই তেলের মিশ্রণ হাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

গোলাপ জল ও গ্লিসারিন

পাত্রে সম পরিমাণ গোলাপ জল ও গ্লিসারিন নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। হাত পরিষ্কার করে নিন। এই তেলের মিশ্রণ হাতে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

এবার থেকে মেনে চলুন এই টোটকা। শীতের মরশুমে হাত থাকবে নরম।

 

PREV
click me!

Recommended Stories

ডায়মন্ড ফেস দেখাবে শার্প, ট্রাই করুন ৭ সিলভার ঝুমকার ডিজাইন
ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরাতে কফির কিছু ঘরোয়া টিপস জানুন