কোরিয়ান গ্লাস স্কিন পেতে চান? মাত্র ৭ দিনে মিলবে জেল্লা, রইল ঘরোয়া টোটকা

Published : Jul 22, 2025, 09:03 PM IST
 toner according to your skin type

সংক্ষিপ্ত

গ্লাস স্কিন পাওয়ার জন্য কোরিয়ানদের মতো দামি স্কিন কেয়ার নয়, বরং ঘরোয়া কিছু উপাদানের নিয়মিত পরিচর্যাই যথেষ্ট। মাত্র ৭ দিন মানতে হবে এই রুটিন। 

কোরিয়ানদের মত গ্লাস স্কিন এখন ভীষণ ট্রেন্ডি। কাঁচের মতো চকচকে, নিখুঁত, মসৃণ ত্বক পেতে চাইছে সবাই। মূলত কোরিয়ান স্কিন কেয়ারের হাত ধরেই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কিন্তু অনেকেই ভুলভাবে ধরে নেন যে গ্লাস স্কিন পেতে গেলে প্রচুর টাকা খরচ করে দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে হবে।

আসলে সেটা নয়, ঘরোয়া কিছু উপকরণ এবং নিয়মিত যত্নের মাধ্যমেই আপনি মাত্র ৭ দিনের মধ্যে পেতে পারেন “কোরিয়ান গ্লাস স্কিন”। আজকের প্রতিবেদনে রইল তেমনই কার্যকর কিছু ঘরোয়া রূপচর্চার টিপস।

কীভাবে পাবেন কোরিয়ানদের মতো গ্লাস স্কিন?

১। ডবল ক্লিনজিং

ত্বক ভালো রাখতে প্রয়োজন ডবল ক্লিনজিং। বিশেষ করে রাত্রিবেলা ডবল ক্লিনজিং করা একান্ত প্রয়োজন। কারণ এতে সারাদিনের ত্বকের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়। প্রতিদিন রাতে প্রথমে অয়েল বেসড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। এরপর ওয়াটারবেসড ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের গভীরে জমে থাকা ধুলোময়লা দূর হয়। ত্বক হয় মসৃণ আর চকচকে।

২। চাল ধোয়া জল ব্যবহার করুন

ডবল ক্লিনজিং এর পর প্রয়োজন হয় টোনারের। টোনার হিসাবে চাল ধোয়ার জল ব্যবহার করুন গ্লাস স্কিন পাওয়ার জন্য। এই চাল ধোয়া জল বা রাইস ওয়াটার কোরিয়ান রূপচর্চায় যুগ যুগ ধরে ব্যবহৃত। এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে, ত্বককে হাইড্রেট রাখে ও উজ্জ্বলতা বাড়ায়।

চাল ধুয়ে ১৫–৩০ মিনিট ভিজিয়ে রাখুন। সেই জল ফ্রিজে রেখে প্রতিদিন ব্যবহার করুন ডবল ক্লিনজিং পদ্ধতিতে মুখ ধোয়ার পর।

৩। ঘরোয়া রাইস মাস্ক

চালের গুঁড়ো, টক দই, মধু দিয়ে ঘরেই তৈরী করে নিন ফেস প্যাক। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট। এরপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

এতে ত্বকের এক্সফোলিয়েশন হবে, ডেড স্কিন দূর করবে, ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকবে।

৪। চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল

সপ্তাহে দু’বার চালের গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন। এটি স্কিন টেক্সচার উন্নত করে, ব্রণ কমায় এবং দেয় গভীর উজ্জ্বলতা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন