
ঘন সুন্দর ভ্রু আপনার মুখের সৌন্দর্য ফুটিয়ে তোলে। তবে অনেক পুরুষ ও মহিলা আছেন যাদের কোনো রোগের কারণেই হোক, কোনো হরমোনাল সমস্যা বা ভুল প্লাকিংয়ের কারণে ভ্রু পাতলা হয়ে যেতে থাকে। সেদিক থেকে দেখলে রূপচর্চায় মুখের বিভিন্ন অংশের ওপর যত্ন নেওয়া হলেও ভ্রু-এর প্রতি যত্ন বা সচেতনতা কম।
এই সমস্যার সমাধান পেতে চাইলে ঘরোয়া উপায়েই যত্ন নেওয়া যায়। তার জন্য বিশেষ কোনো নামিদামি প্রসাধনীর প্রয়োজন পড়ে না। আমাদের রোজকার ব্যবহৃত ঘরে থাকা কিছু প্রাকৃতিক তেলই এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তবে ঘন ভ্রু চাইলে যত্ন নেওয়ার পাশাপাশি ভ্রু প্লাক বা ওয়াক্সিং করাও বন্ধ রাখতে হবে কিছুদিন। ঘন ঘন ভ্রু প্লাক করলে, ভ্রু সরু ও পাতলা হয়ে যেতে পারে।
ভ্রু-এর যত্ন নিতে যে তেলগুলি মাখতে পারেন -
১। ক্যাস্টর অয়েল
ভ্রু ঘন করতে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ক্যাস্টর অয়েলের ব্যবহার। এতে রাইসিনোলিক অ্যাসিড এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে, যা ভ্রু-তে নতুন রোম গজাতে সাহায্য করে, ভ্রু ঘন হয়।
প্রতিদিনই ব্যবহার করতে পারেনক্যাস্টর অয়েল। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা কটন বাড বা আঙ্গুলে তেল নিয়ে ভ্রু-এ লাগিয়ে নিন আকার অনুযায়ী। এরপর সকালে উঠে ধুয়ে ফেলুন মুখ। রোজ করে দেখুন, এক মাসের মধ্যেই হাতেনাতে ফল পাবেন।
২। নারকেল তেল
নারকেল তেলের পুষ্টিগুণ ভ্র-তে সংক্রমণের মতো সমস্যার সমাধান করতে পারে। ভ্রু-এর হেয়ার ফলিকলে কোনোরকম সংক্রমণ হলে, সাহায্য করে নারকেল তেলে থাকা লরিক অ্যাসিডের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ। এছাড়াও এতে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ভ্রু ঘন ও সুন্দর করে তোলে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে আঙ্গুল বা কটন বাড-এ অল্প নারকেল তেল লাগিয়ে মালিশ করতে হবে। পরদিন সকালে ধুয়ে ফেলুন মুখ।
৩। অলিভ অয়েল
ভ্রু-এর লোমের বৃদ্ধিতে সহায়ক ভিটামিন এ এবং ভিটামিন ই। আর অলিভ অয়েলে এই দুটিই রয়েছে ভরপুর। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পেলে ব্যবহার করে দেখুন, অল্প দিনের মধ্যেই ভ্রু ঘন ও সুন্দর হয়ে উঠবে।
কটন বাড বা আঙুলে অলিভ অয়েল নিয়ে ভ্রু-তে মালিশ করে ঘন্টাখানেক রেখে দিন, তাতেই কাজ দেবে। পারলে সারা রাতও রেখে দিতে পারেন।
৪। আমন্ড অয়েল
আমন্ড অয়েলের পুষ্টিগুণ অনেক। এতে থাকা ভিটামিন এ, বি এবং ই গোড়া থেকে পুষ্টি যোগায় এবং রক্ত সঞ্চালনের সাহায্য করে। ফলে ভ্রু-এর হেয়ার ফলিকল মজবুত হয়।
তুলোয় করে ২-৩ ফোঁটা আমন্ড অয়েল নিয়ে ভ্রু-তে মালিশ করে নিন। সারা রাত রেখে সকালে উঠে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত করলে কিছুদিনের মধ্যেই ভালো ফল পাবেন।
সারাংশ রূপচর্চায় মুখের বিভিন্ন অংশের ওপর যত্ন নেওয়া হলেও ভ্রু-এর প্রতি যত্ন বা সচেতনতা কম। এবার পুজোর আগে ঘন ভ্রু পেতে চাইলে, এই তেলগুলি দিয়ে ঘরোয়া উপায়েই যত্ন নিন।