
দ্রুত ক্ষুধা মেটাতে আর শক্তি জোগাতে কাজ করে কলা। তেমনি কলা এমনই একটি ফল যেটা দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় এবং চুলের জন্য এর জুড়ি মেলা ভার। একটু অতিরিক্ত যত্ন আর কিছু টিপস মেনে চললেই পেতে পারেন সুস্থ ঝলমলে চুল। অনেকের ধারণা, হেয়ার স্পা করতে পার্লারে যেতে হয়। চাইলে বাড়িতেও চুলের এই ট্রিটমেন্ট করতে পারেন। এতে একদিকে যেমন অতিরিক্ত খরচ বাঁচবে, তেমনি চুলের ঔজ্জ্বল্যও ফিরে আসবে।
এবার জানা যাক হেয়ার স্পা আসলে কী :
হেয়ার স্পা হলো, চুল সুস্থ ও সুন্দর রাখতে ডিপ কন্ডিশনিংয়ের মাধ্যমে চুল ময়েশ্চারাইজ করার ট্রিটমেন্ট। হেয়ার স্পার মাধ্যমে ড্যামেজ, প্রাণহীন, রুক্ষ চুলকে প্রাণবন্ত, ঝলমলে, সিল্কি ও উজ্জ্বল করে তোলা যায়। প্রতিদিনকার দূষণ, ধুলা-ময়লা, অতিরিক্ত হিট চুলকে রুক্ষ ও ফ্রিজি করে ফেলে। নিয়মিত হেয়ার স্পা করেই আমরা আমাদের চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে পারি। এর জন্য দরকার ঘরোয়া কিছু উপাদান।
বাড়িতে কলা থাকলে, চিন্তা নেই। কলার গুণের শেষ নেই। নানা প্রয়োজনীয় উপকরণও আছে এতে। শরীরের জন্য তো বটেই, এছাড়া ত্বকের জন্য কলা খুবই উপকারী। কলা দিয়ে পেডিকিওর ম্যানিকিউর করা যায়। তেমনিই কলা চুলের জন্যেও দারুণ উপকারী। কী ভাবে ব্যবহার করবেন জেনে নিন:
* কলা এবং দই এর মিশ্রণ:
চুলের যত্নে এই দু’টি উপাদান খুবই উপকারী। বিশেষ করে চুল মসৃণ করার কাজে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। একটি বাটিতে দু’টো পাকা কলা, দই একসঙ্গে মিশিয়ে নিন। তার পর মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
* কলা এবং অ্যালোভেরা
ত্বকের যত্নে অ্যালো ভেরার ভূমিকা অনবদ্য। তবে চুলের পরিচর্যাতেও অ্যালো ভেরা কাজে লাগাতে পারেন। প্রথমে পাকা কলা চটকে নিন। তার পর তাতে দু’চামচ অ্যালো ভেরা মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। কয়েক দিনের ব্যবহারে চুলে আসবে আলাদা চমক।
* কলা এবং মধু
চুলের সমস্যা দূর করতে কলা উপকারী। তবে সঙ্গে যদি জুটি বাঁধে মধু, তা হলে নিমেষে সুন্দর হবে চুল। মাথার ত্বকের শুষ্কতা দূর করতেও ব্যবহার করতে পারেন এই প্যাকটি। পাকা কলা মিহি করে চটকে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। পরিবর্তন বুঝতে পারবেন কয়েক দিনেই।