Make-up Tips: রোদে জলে দীর্ঘ সময় ধরে মেকআপ টিকিয়ে রাখার কৌশল, রইল কিছু টিপস

Published : Sep 02, 2025, 10:40 PM IST
Ganesh chaturthi festival makeup and beauty tips

সংক্ষিপ্ত

পুজকালের দিনে এবং বৃষ্টি বাদলের মধ্যেও কিভাবে নিজের মেকআপ কে দীর্ঘক্ষণ ধরে রাখবেন রইল কিছু তার বিশেষ টিপস।

মেক-আপ এমন একটি জিনিস যা মেয়েদেরকে আরো সুন্দর ও মনে আত্মবিশ্বাস বাড়ায় । শুধু তাই নয়,ভালো মেক-আপ যে কোনও অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে পারে এটা বলার অপেক্ষা রাখে না। বাড়িয়ে তোলে আপনার ব্যক্তিত্ব।

পুজো তো দরজা গোড়ায় কড়া নাড়ছে। এদিকে আকাশের মুখ ভার। যখন তখন নেমে পড়ছে বৃষ্টি। পুজোর মুখে বৃষ্টিতে ভাসছে বাংলা। পুজোর আনন্দেও কিন্তু জল ঢালতে পারে বলে আভাস দিচ্ছে হাওয়া অফিস।

তবে পুজোয় মেকআপ ছাড়া আর কজন বেরোয়। হালকার মধ্যে হলেও ফাউন্ডেশন পাউডার তো লাগানো চাই ই। তবে মেকআপ করে নিলেই হল না। পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে মেকআপ টেকাবেন কীভাবে? সেটাও তো জানতে হবে।

আসলে ওয়াটার প্রুফ মেকআপের আসল মজাই আছে স্কিন প্রিপারেশনে। বৃষ্টিতে মেকআপ সুন্দর রাখতে হলে, মেকআপের আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে।

যেমন মেকআপ ওয়াটার প্রুফ করার একটা ঘরোয়া টোটকা হল বরফ। মেকআপ শুরুর আগে ভাল করে মুখে বরফ ঘষা। এতে ত্বক ঠান্ডা হবে এবং ওপেন পোরস বন্ধ হবে। এবং ঘাম কম হবে, তাই মেকআপ বেশিক্ষণ আপনার ত্বকে থাকবে।

ফাউন্ডেশনের ঠিক আগে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। বরফ ঘষে, মুখ পরিষ্কার করে টোনিং এবং ময়শ্চারাইজিং মাস্ট। আর তারপরেই লাগিয়ে নিন হালকা করে একটু পাউডার। তারপর ব্যবহার করুন ফাউন্ডেশন, এতে মেকআপ ওয়াটারপ্রুফ হবে।

ফাউন্ডেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে হবে ওয়াটারপ্রুফ। সেক্ষেত্রে দেখে নিতে হবে ফাউন্ডেশন জলের সঙ্গে মিশছে কি না! জলের সঙ্গে না মিশলে সেই ফাউন্ডেশন ওয়াটার প্রুফ।

ডুরালাইন অ্যালকোহলমুক্ত, সুগন্ধিহীন এবং এসেনশেল অয়েল ফ্রি, রংবিহীন, ফাউন্ডেশনের সঙ্গে সামান্য ডুরালাইন মিশিয়ে লাগালেই লং-লাস্টিং হবে।

এছাড়াও এই পুজোয় চেষ্টা করুন কম প্রোডাক্ট ব্যবহার করার। অল্প প্রোডাক্ট দিয়েও কৌশল জানলে সুন্দর মেকআপ করা যায়। সেক্ষেত্রে ফাউন্ডেশনের বদলে কালার ক্যারেক্টর, কনসিলার দিয়ে মুখের দাগছোপ ঢেকে নিতে পারেন। লাগিয়ে নিন ব্লাশ, মাসকারা আর কাজল। অতিরিক্ত ফাউন্ডেশন,কন্সিলার বা পাউডার ব্যবহারে মেকআপ ক্র্যাক করে ,স্মাইল লাইন পড়ে বা চোখের নিচে ভাঁজ পড়ে যায়। এক্ষেত্রে বেশি কভারেজের সামান্য প্রোডাক্ট ব্যবহারের চেষ্টা করুন।

এরপর পুরো মেকআপ টি হয়ে গেলে ভালো কোয়ালিটির মেকআপ সেটিংস স্প্রে ব্যবহার করুন। এর ফলে আপনার মেকআপ টি দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। পাশাপাশি ত্বক যদি শুষ্ক লাগে তাহলে হালকা করে এই স্প্রে’টি মুখে করে নিতে পারে। এর ফলে আপনাকে অনেকটা সতেজ রাখবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট