গরমে ঘরে বসেই নিন ত্বকের যত্ন, ব্ল্যাকহেডস দূর করতে শিয়া বাটার স্ক্রাব

Published : Jun 19, 2025, 05:25 PM IST
Monsoon skin care

সংক্ষিপ্ত

গরমে পার্লারে গিয়ে বা নিজে হাতে চেপে ব্ল্যাকহেড তুললে তার দাগ থাকে দীর্ঘস্থায়ী। ত্বকে চাপ দিয়ে বা ক্যামিকেল যুক্ত স্ক্রাবারের পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিন শিয়া বাটার দিয়ে স্ক্রাবার। ফিরবে ত্বকের উজ্জ্বলাতা ও মসৃণতাও।

গরমে ঘাম-তেল, ধুলো-ময়লা জমে নাক বা মুখের T zone -এ ব্ল্যাক হেডস হওয়া কম বয়সী থেকে বেশি বয়সী সকলেরই সমস্যা। অনেকেই পার্লারে গিয়ে বা হাতে চাপ দিয়ে ব্ল্যাকহেড্‌স তুলতে গিয়ে ত্বকের ক্ষতি করেন, যা ত্বকে দাগ কিংবা ব্রণের কারণ হয়ে উঠতে পারে। অথচ সহজ কিছু উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করা যায় এমন এক স্ক্রাবার যা ব্ল্যাকহেড্‌স দূর করার পাশাপাশি ত্বকও উজ্জ্বল করে তোলে।

ত্বকে শিয়া বাটার ব্যবহারের উপকারিতা

শিয়া বাটারে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন ডি, ফাইটোস্টেরল, প্রোভিটামিন এ থাকার কারণে ত্বকের যত্নে বিশেষ ভূমিকা নেয়। সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে। এর অ্যান্টিসেপটিক গুণ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারে। এছাড়া একজিমা, স্ট্রেচ মার্ক, কালো ছোপও দূর করতে পারে। নিয়মিত এর ব্যবহার ত্বকের কালচে দাগছোপ, নাকের দু'পাশের ব্রণ, নাকের উপরে ও গালে হওয়া ব্ল্যাকহেড্‌স দূর করতে সক্ষম।

আসুন দেখেনি, কীভাবে বানাতে হবে এই স্ক্রাবার

উপকরণ

* ৬ চামচ শিয়া বাটার * ১৫ চামচ নারকেল তেল * ২০ চা-চামচ চিনি * ৩০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল

প্রস্তুত প্রণালী

ঘরে শিয়া বাটার স্ক্রাব বানানোর জন্য একটি পাত্রে শিয়া বাটার ও নারকেল তেল মিশিয়ে হালকা আঁচে বা মাইক্রোওভেনে গরম করে গলিয়ে নিন। মিশ্রণ গলে গেলে তাতে চিনি ও ল্যাভেন্ডার অয়েল যোগ করে ভালভাবে মেশান। মিশ্রণটি ঠান্ডা হলে কাচের শিশিতে সংরক্ষণ করতে পারেন।

ব্যবহারবিধি

রোজ বা এক দিন বাদে বাদে স্নানের আগে বাড়িতে বানানো শিয়া বাটার স্ক্রাবার, ৪ চামচ হাতে নিয়ে মুখে, বিশেষ করে নাক ও গালের অংশে হালকা করে মালিশ করুন। হালকা স্পঞ্জ বা লুফা দিয়ে ঘষুন তবে খুব বেশি চাপ দেবেন না। ১০–১৫ মিনিট পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন।

সপ্তাহে ৩ দিন ব্যবহার করলেই ত্বক থেকে মৃত কোষ দূর হবে, ব্ল্যাকহেড্‌স ও ব্রণের সমস্যা অনেকটাই কমে যাবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি