
গ্রীষ্মকালে ধুলো, রোদ, ঘামে ত্বকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের চুল। রোদে বাইরে বেরোলেই চুল রুক্ষ, নিষ্প্রাণ ও উস্কোখুস্কো হয়ে পড়ে। রোজ রোজ শ্যাম্পু ও কন্ডিশনার দিয়েও চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনাও কঠিন, এতে থাকা রাসায়নিকের ফলে চুলের ক্ষতিও হয় বেশি। অথচ অনেকেই হয়তো জানবেন না আপনার রান্নাঘরে থাকা সাধারণ উপাদান দিয়েই আপনি পেতে পারেন সেলুন ট্রিটমেন্টের মতো ফলাফল। টক দই কিংবা মেথিদানার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে আপনার চুল ফিরে পাবে হারানো জেল্লা ও মসৃণতা। কেমিকেল মিশ্রিত তেল, শ্যাম্পুর ব্যবহারও কমাতে পারেন আপনি।
১। টক দই, বেসন ও অলিভ অয়েল হেয়ার প্যাক
উপাদান
* ৪ টেবিল চামচ টক দই
* ২ টেবিল চামচ বেসন
* ১ টেবিল চামচ অলিভ অয়েল
পদ্ধতি : টক দই, বেসন ও অলিভ অয়েল -এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল অনেক বেশি নরম ও উন্নত টেক্সচারের হবে।
২। টক দই ও ডিম দিয়ে প্যাক
উপাদান
* ১ কাপ টক দই
* ১টি ডিম
পদ্ধতি : টক দই ও ডিম একসঙ্গে ব্লেন্ড করে চুলে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত মেখে রাখুন। এরপর মাইল্ড জাতীয় কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর করে, ফাটা চুল, চুল পড়া রোধ করে ও স্ক্যাল্পের পুষ্টি বাড়াতে পারে এই প্যাক। ডিমের প্রোটিন ও দইয়ের ল্যাকটিক অ্যাসিড চুলের স্বাস্থ্য উন্নত করে।
৩। টক দই, পেঁয়াজ ও মেথিদানার প্যাক
উপাদান
- ১/২ কাপ টক দই
* ২ টেবিল চামচ পেঁয়াজের রস
* ২ টেবিল চামচ ভিজানো মেথিদানার পেস্ট
পদ্ধতি : দই, পেঁয়াজের রস ও মেথিদানার পেস্ট -সব উপাদান একসঙ্গে মিশিয়ে মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগান। ১ ঘণ্টা রেখে তারপর ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ করা থেকে শুরু করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। অন্যদিকে, মেথিদানা চুলে পুষ্টি জোগায় এবং খুশকি, চুল পড়ার সমস্যা কমায়। নিয়মিত ব্যবহারে চুল হয় মসৃণ ও উজ্জ্বল।