Durga Puja Makeup: পুজোয় ভিড়ে বেরিয়ে ঘেঁটে যাচ্ছে কাজল? জেনে নেই তাহলে উপায়

Published : Sep 22, 2025, 01:57 AM IST
Durga Puja Makeup: পুজোয় ভিড়ে বেরিয়ে ঘেঁটে যাচ্ছে কাজল? জেনে নেই তাহলে উপায়

সংক্ষিপ্ত

Durga Puja Makeup: কীভাবে পুজোর ভিড়ে কাজলকে দীর্ঘস্থায়ী রাখবেন জেনে নিন। রইল টিপস। একবার কাজল টেনে নিলেই কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। একবার কাজল টেনে নিলে দেখতে ভালোই লাগে। কিন্তু বেশি সময়ে টেকার জন্য একটু গাঢ় কাজল লাগাতে হবে। 

Durga Puja Makeup: পুজোর সাজ সম্পূর্ণ করতে চোখে গাঢ় হোক বা বেসলাইন কাজল মাস্ট। কিন্তু পুজোয় এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে গিয়ে গরমে ঘেমে চোখের কাজল ঘেঁটে যাচ্ছে? কীভাবে তা দীর্ঘস্থায়ী রাখবেন জেনে নিন। রইল টিপস।

সময়ের আগে উঠে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে

প্রথমে, কাজল পরা শুরু করার আগে চোখে ‘প্রাইমার’ লাগাতে ভুলবেন না। প্রাইমার না লাগালে কাজল দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। সময়ের আগে উঠে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে।এবার, পছন্দের কাজল বেছে নিয়ে তা চোখের ধার থেকে লাগানো শুরু করতে হবে। চোখের বাইরের দিক থেকে শুরু করে ভেতরের দিকে কাজল লাগান। চোখের ভেতরের খাঁজে, অর্থাৎ, চোখের ‘ইনার কর্নারে’ কাজল লাগাবেন না। তাতে, চোখ ছোট দেখতে লাগে।

একবার কাজল টেনে নিলেই কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। একবার কাজল টেনে নিলে দেখতে ভালোই লাগে। কিন্তু বেশি সময়ে টেকার জন্য একটু গাঢ় কাজল লাগাতে হবে। তাই একবার কাজল লাগানোর পরে, তার উপর আবার বুলিয়ে নিন। কালো কাজলের পরিবর্তে খয়েরি রং বেছে নিতে পারেন, এতে চোখ দেখতে বড় লাগে।

এতে আপনার চোখের কাজল দীর্ঘস্থায়ী হবে

সবশেষে, কোনও পাউডার বা কালো ‘আই শ্যাডো’ কাজলের ওপর বুলিয়ে নিন, এতে কাজল অনেকক্ষণ একইরকম থাকবে। যা শুধুই আপনার চোখের কাজল স্মাজ হতে দেবে না এমনটা নয়। একইসঙ্গে চোখের পুরো মেকআপের একটা আলাদা লুক তৈরি করবে। চোখে কাজল লাগানোর পর আইশ্যাডো ব্রাশ দিয়ে আপনার পছন্দের ও মানানসই রঙের আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে নিন। এতে আপনার চোখের কাজল দীর্ঘস্থায়ী হবে। 

চেষ্টা করবেন প্যাণ্ডেলে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে মেকআপের দিকেও সচেতন হতে হয়। তাই চেষ্টা করুন মোটা করে কাজল না পরতে। একইসঙ্গে আপনার মেকআপ শেষ হওয়ার পর আপনার ত্বকের সঙ্গে যায় এমন কোনও মেকআপ সেটিং স্প্রে ভালো করে মুখে স্প্রে করে নিন। যাতে শুধুই মুখের ফাউন্ডেশনই নয় বরং আপনার চোখের মেকআপও একইরকম থাকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি