বিশেষজ্ঞের মতে, বেকিং সোডাতে আছে প্রদাহ বিরোধী উপাদান। যা ফোলাভাব কমায়। তেমনই ফুসকুড়ি, জ্বালা, রোদে পোড়ার সমস্যা দূর করে। ত্বকে জমে থাকা মৃত কোষ অপসারণে বেশ উপকারী এই উপাদান। সেই সঙ্গে কমায় ব্রণ। যারা ব্রণর সমস্যায় ভুগছেন তারাও ব্যবহার করতে পারেন এই উপাদান।