ওয়েট টিস্যু ব্যবহার আপনারও অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? আদৌ স্বাস্থ্যকর তো এই অভ্যাস?

Published : Jun 07, 2025, 12:37 AM IST
cleanser wipes

সংক্ষিপ্ত

ওয়েট টিস্যুতে থাকা রাসায়নিক উপাদানগুলি ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও, এগুলি পরিবেশের জন্যও ক্ষতিকর।

আজকাল অনেকেই ব্যাগেই ওয়েট টিস্যু রাখেন গরমে হাত মুখ পরিষ্কার রাখতে আর ঠান্ডার পরশ পেতে, সুগন্ধি এই টিস্যু ভীষণ কার্যকর মনে হয়। ছোট, পোর্টেবল এবং সহজে ব্যবহারযোগ্য এই জিনিসটা দৈনন্দিন সঙ্গী। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক জন কুক মিলস একটি গবেষণায় এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা জানলে আপনি ওয়েট টিস্যুর ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন।

গবেষণায় কী বলছে?

গবেষণায় উঠে এসেছে, বেশিরভাগ ওয়েট টিস্যুতেই থাকে সোডিয়াম লরিল সালফেট (Sodium Lauryl Sulfate) — এক ধরনের ডিটারজেন্ট জাতীয় রাসায়নিক, যা সংবেদনশীল ত্বকে নানা রকম চুলকানি, জ্বালা বা র‍্যাশের সমস্যা সৃষ্টি করতে পারে। রুক্ষ্ম করে দিতে পারে ত্বক। বিশেষ করে শিশুদের ত্বকে টিস্যু ব্যবহার করা উচিত নয়।

এ ছাড়াও টিস্যুগুলিতে প্রায়শই মেলে মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন (Methylchloroisothiazolinone) নামক একধরনের সংরক্ষণকারী উপাদান, যা দীর্ঘদিন ব্যবহারে ত্বকের গভীরে গিয়ে কোষের ক্ষতি করে।

গবেষকদের মতে, ওয়েট টিস্যুর ভিতরে থাকা প্লাস্টিকের তন্তু আর রাসায়নিক উপাদানগুলি আমাদের শরীরে ধীরে ধীরে জমা হতে থাকে। দীর্ঘমেয়াদে এই জমে থাকা উপাদানগুলি শরীরের কোষে ক্ষয় সৃষ্টি করে ক্যানসারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে।

পরিবেশের প্রতিও বিপদ

আপনি ব্যবহারের পর ফেলে দিলে ওয়েট টিস্যুগুলির বেশিরভাগই সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে পচে মাটিতে মিশতে পারে না। এতে থাকা প্লাস্টিক তন্তুগুলি মাটিতে বা জলে পড়ে ১০০ বছরেরও বেশি সময় পর্যন্ত থেকে যায়। এর ফলে মাটি ও জলদূষণ হয়।

ওয়েট টিস্যুর বদলে কিছু বিকল্প ব্যবহার করা যেতেই পারে- 

* পরিষ্কার জল বা পরিষ্কার ভেজা তুলো দিয়ে মুখ বা ত্বক পরিষ্কার করতে পারেন। 

* রাসায়নিকবিহীন ও সম্পূর্ণ তুলো দিয়ে তৈরি টিস্যু পাওয়া যায়, সেগুলি ব্যবহার করতে পারেন। 

* পুনর্ব্যবহারযোগ্য সুতির কাপড় বা রুমাল ব্যবহার করুন।

সারাংশ ওয়েট টিস্যু দৈনন্দিন জীবনের চলার সহজ সঙ্গী হলেও আপনার ও পরিবেশের খাতিরে তা বিপজ্জনক। গবেষণায় দেখে বিশেষজ্ঞরাও সতর্ক থাকতে বলছেন সবাইকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরাতে কফির কিছু ঘরোয়া টিপস জানুন
শীতের দিনে চুলে শ্যাম্পু করলে রুক্ষতা না করলে খুশকির সমস্যা, করুন কয়েকটি ঘরোয়া উপায়