দীপাবলির উৎসবের আগে ত্বকে আনুন জেল্লা, ব্যবহার করুন আয়ুর্বেদিক ফেসপ্যাক, একবার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল

দীপাবলির আগে ত্বকে আনুন জেল্লা। চন্দন, নিম, অ্যালোভেরা, হলুদ সহ বিভিন্ন উপাদানের ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে ত্বকের জেল্লা বাড়ান।
Sayanita Chakraborty | Published : Oct 31, 2024 11:27 AM / Updated: Oct 31 2024, 12:34 PM IST
110

আলোর উৎসবের সময় প্রায় সকলেই কোনও না কোনও পার্টিতে গিয়ে থাকেন। এই সময়টা সকলেই সকল দুঃখ ভুলে আনন্দে মেনে ওঠেন। এই উৎসবের আগে ত্বকে আনুন জেল্লা।

210

দীপাবলির উৎসবের আগে ত্বকে আনুন জেল্লা। এবার ব্যবহার করুন আয়ুর্বেদিক ফেসপ্যাক। একবার ব্য়বহারে ত্বক হবে উজ্জ্বল। জেনে নিন কীভাবে।

310

ব্যবহার করতে পারেন চন্দনের ফেসপ্যাক। একটি পাত্রে নিন চন্দন বাটা। তাতে মেশান হলুদ বাটা ও গোলাপ জল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। একবার ব্যবহারে ত্বকে আসবে জেল্লা।

410

নিম পাতার ফেসপ্যাক বানাতে পারেন। একটি পাত্রে নিমপাতার রস নিন। তাতে মেশান ময়দা। এবার মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। একবার ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। এতে দূর হবে ত্বকের কোনও রকম সংক্রমণ।

510

দই ও অরেঞ্জ পিল দিয়ে প্যাক বানান। কমলালেবুর খোসা শুকিয়ে নিন। তা গুঁড়ো করে পাউডার বানান। এবার তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

610

অ্যালোভেরার ফেসপ্যাক বানাতে পারেন। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার এই থকথকে উপকরণের সঙ্গে মেশান শসার রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে তুলে দিন। মিলবে উপকার।

710

অ্যালোভেরা ও মধু দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার এই থকথকে উপকরণের সঙ্গে মেশান মধু। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধষে ধুয়ে নিন।

810

হলুদ ও বেসন দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্রে নিন হলুদ বাটা। তার সঙ্গে মেশান বেসন। তাতে পরিমাণ মতো জল দিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

910

নিম ও মুলতানি মাটি দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্রে নিম পাতার রস নিন। তাতে মেশান মুলতানি মাটি। ভালো করে মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন।

1010

মিন্ট ও শসার প্যাক লাগাতে পারেন। শসা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। মিক্সিতে শসার টুকরো ও মিন্ট দিন। ভালো করে ব্লেন্ড করুন। এবার তা ছেঁকে নিন। সেই রস তুলোয় করে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos