রোদে পোড়া ট্যান তুলতে আর ছুটতে হবে না পার্লার, ঘরে নিজেই তৈরি করে নিন ডিটক্স বডি ওয়াশ

Published : Jul 14, 2025, 05:39 PM IST
tan

সংক্ষিপ্ত

বাজার চলতি কেমিক্যালযুক্ত বডি ওয়াশ আখেরে দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতিই করে। বদলে আপনি বাড়িতে ডিট্যান বডি ওয়াশ তৈরি করতে পারেন। বিস্তারিত তথ্য মিলবে এই প্রতিবেদনে।

রোদে বের হতে না হতেই ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ, জেল্লাহীন ও কালচে। নিয়মিত রোদে বেরোলে তো কথাই নেই, ধুলো ময়লা ও রোদে পোড়া ট্যানিং জমে গিয়ে ত্বক উজ্জ্বলতা হারায়। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যা বাড়ে। ফলে বারবার ছুটতে হয় পার্লারে।

কিন্তু বাজারচলতি কেমিক্যালযুক্ত বডি ওয়াশের পরিবর্তে যদি প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া ডিটক্স বডি ওয়াশ ব্যবহার করা যায়, তাহলে ত্বক হবে উজ্জ্বল, কোমল ও সতেজ—তাও সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া। কফি, দই, লেবু - এসব দিয়েই তৈরি ঘরোয়া বডি ওয়াশ আপনার ত্বককে এক্সফোলিয়েট করবে এবং ট্যানও দূর করবে।

ডিটক্স বডি ওয়াশ তৈরির উপকরণ ও পদ্ধতি

প্রয়োজনীয় উপকরণ

* ২ টেবিল চামচ ওটস * ১ চা চামচ কফি পাউডার * ১ টেবিল চামচ চিনি * ১ টেবিল চামচ তাজা টক দই * ৫-৬ ফোঁটা লেবুর রস

প্রস্তুত প্রণালী

প্রথমে ওটস ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি পরিষ্কার পাত্রে ওটস গুঁড়ো নিয়ে তাতে কফি, চিনি ও দই মেশান। সবকিছু ভালো করে মিশিয়ে নিন, যাতে একটি ঘন মিশ্রণ তৈরি হয়। শেষে এতে লেবুর রস যোগ করে আবার ভালো করে ফেটিয়ে নিলেই তৈরী হয়ে যাবে ঘরোয়া বডি ওয়াশ।

ব্যবহারবিধি

স্নানের সময় এই মিশ্রণটি পুরো শরীরে মেখে নিন, বিশেষ করে যেসব জায়গায় ট্যান বেশি পড়েছে, যেমন- হাত, গলা, পা, সেখানে ভালো করে ম্যাসাজ করুন।১৫ মিনিট রেখে দিন। তারপর স্নান করে ধুয়ে ফেলুন।

এই বডি ওয়াশ ব্যবহারের উপকারিতা

* কফি : ত্বকের রঙ উজ্জ্বল করে * ওটস : এক্সফোলিয়েট করে মৃত কোষ দূর করে * চিনি : প্রাকৃতিক স্ক্রাব, যা পরিষ্কার করে ত্বক * দই : ত্বক ময়েশ্চারাইজ করে ও মসৃণ রাখে * লেবু : ট্যান রিমুভ করে ও ত্বকে সতেজতা আনে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন