মুখে অবাঞ্ছিত লোম থাকায় সবার সামনে বিব্রত হন? খুব সহজেই এটি দূর করতে পারেন, রইল উপায়

মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য নিয়মিত পার্লারে যাওয়া ঝামেলার। থ্রেডিং বা ওয়াক্সিং, দুটোই বেদনাদায়ক। তবে, সহজ কিছু ঘরোয়া উপায়েও এই সমস্যার সমাধান সম্ভব।

Parna Sengupta | Published : Dec 1, 2024 11:38 AM IST
15
অনেক মেয়ের ক্ষেত্রে মুখে অবাঞ্ছিত লোম একটি সাধারণ সমস্যা। নিয়মিত পার্লারে যাওয়া ঝামেলার। থ্রেডিং বা ওয়াক্সিং, দুটোই বেদনাদায়ক। তবে, সহজ কিছু ঘরোয়া উপায়েও সমাধান সম্ভব।
25
এক টেবিল চামচ চিনি ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখের অবাঞ্ছিত লোমের উপর লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।
35
এক চা চামচ হলুদ ও এক চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। লোমের উপর লাগান। ৩০ মিনিট পর ঘষে ধুয়ে ফেলুন।
45

বেসন, জল ও দারচিনি গুঁড়োর পেস্ট মুখে লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এক চামচ দই ও মুগ ডালের গুঁড়োর পেস্ট ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

55
এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে ফেলুন। গমের আটা ও দুধের পেস্টও ব্যবহার করতে পারেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos