ত্বকের যত্নে গুড়ের ৩ টি অব্যর্থ ফেসপ্যাক! বলিরেখা থেকে ব্রণ কমবে সবই!

Published : Aug 04, 2025, 12:10 PM IST
skin care

সংক্ষিপ্ত

গুড় শুধু খাবারের স্বাদই বাড়ায় না, ত্বকের যত্নেও এর রয়েছে অনন্য গুণ। ব্রণ, বলিরেখা, কালো দাগ দূর করতে গুড় ব্যবহারের ৩ টি ঘরোয়া ফেসপ্যাক।

গুড় শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং তার রয়েছে ত্বকের যত্নেও অনন্য গুণ। আয়ুর্বেদ এবং ঘরোয়া রূপচর্চার অনেক পুরনো কৌশলে গুড় ব্যবহার করা হয়ে থাকে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং ত্বক উজ্জ্বল করার উপাদান। গুড় ত্বকের মৃত কোষ দূর করে, ব্রণ কমায়, বলিরেখা হ্রাস করে এবং কালচে দাগ মুছে ত্বককে আরও প্রাণবন্ত করে তোলে। রূপটান বিশেষজ্ঞরাও গুড়কে ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।

আসুন দেখেনি ত্বকচর্চায় কীভাবে ব্যবহার করা যায় গুড়?

১। গুড় ও টম্যাটোর ফেসপ্যাক

প্রয়োজনীয় উপাদান * ১ চামচ গুড়ো গুড় * ১ চামচ টম্যাটোর রস

প্রস্তুতি গুড় ও টম্যাটোর রস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা হাতে মাসাজ করে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন ভালো করে।

নিয়মিত ব্যবহার করলে আপনিই বুঝতে পারবেন জে ত্বকে বলিরেখা ও বয়সের ছাপ কমছে। ত্বক উজ্জ্বল ও কোমল হবে। ব্রণ হ্রাসেও সহায়ক এই ফেসপ্যাক।

২। গুড়, গ্রিন টি, হলুদ ফেসপ্যাক

প্রয়োজনীয় উপাদান * ১ চামচ গুড়ো গুড় * ২ চামচ গ্রিন টি লিকার * এক চিমটি হলুদ

প্রস্তুতি গুড়, গ্রিন টি, হলুদ - সব উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ফেসপ্যাক শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। এবার হালকা গরম জলে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এই প্যাক ত্বকের দাগ ছোপ হ্রাস করতে সাহায্য করে। গ্রিন টি ও হলুদের অ্যান্টি-অক্সিড্যান্ট বৈশিষ্ট্যে ত্বক পরিষ্কার করে। ব্রণ রোধ করে।

৩। গুড় ও গ্লিসারিন

প্রয়োজনীয় উপাদান * ১ চামচ গুড়ো করা গুড় * কয়েক ফোঁটা গ্লিসারিন

প্রস্তুতি একেবারে তরতাজা ত্বক পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

এটি ত্বক ময়শ্চারাইজড রাখবে, শুষ্কতা দূর করবে।ত্বককে করে নরম ও উজ্জ্বল করবে।

সারাংশ শুধু শীতকালে পিঠে পায়েস নয়, বরং সারা বছর ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন গুড়। বাজারচলতি রাসায়নিক প্রসাধনীর চেয়ে এর প্রাকৃতিক গুণমান অনেক ভালো। বিভিন্ন ফেসপ্যাকের সাথে মিশিয়ে ব্যবহার করতেই পারেন গুড়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন