কোরিয়ান ত্বকচর্চার প্রসাধনী বাজারে ভীষণ দাম; কোরিয়ান গ্লাস স্কিন পেতে ঘরেই বানিয়ে নিন কোরিয়ান ফেসপ্যাক

Published : Jul 09, 2025, 03:25 PM IST
skin care

সংক্ষিপ্ত

করিয়ান রূপচর্চা ও প্রসাধনী এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। বাজারচলতি দামি করিয়ান প্রসাধনীর থেকে বরং ঘরেই বনিয়ে নিন করিয়ান ফেসপ্যাক।

করিয়ান রূপচর্চা ও প্রসাধনী এখন বিশ্বজুড়ে জনপ্রিয় এবং কার্যকরীও বটে। তবে বাজারচলতি কোরিয়ান স্কিন কেয়ার যেমন দামী তেমনি পণ্যে থাকা নানা রাসায়নিক ত্বকের ক্ষতিও করতে পারে। তাই অনেকেই এখন ঘরোয়া উপায়ে কোরিয়ান স্টাইলে তাদের মতো গ্লাস স্কিন পেতে আগ্রহী। খুব সাধারণ দুটি উপাদান ঘরেই পাবেন, যা ব্যবহার করে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন কার্যকর একটি কোরিয়ান ফেসপ্যাক, যা ত্বককে করে তুলবে উজ্জ্বল, মসৃণ ও তরতাজা।

ফেসপ্যাক তৈরির উপকরণ

* চালের গুঁড়ো ২ চা চামচ 

* অ্যালোভেরা জেল ১-২ টেবিল চামচ (গাছের টাটকা জেল বা বাজার থেকে কিনলেও হবে)

কীভাবে বানাবেন?

প্রথমে অ্যালোভেরা পাতার কাঁটা কেটে জেল সংগ্রহ করুন (যদি তাজা ব্যবহার করেন, নাহলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন)। এবার একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরা জেল ও চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না এই মিশ্রণটি ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করে নিন। চাইলে ফ্রিজে রেখে কয়েক মিনিট ঠান্ডা করে নিতে পারেন, এতে ত্বকে আরও সতেজতা অনুভব হবে।

ব্যবহারবিধি

এই ফেসপ্যাকটি ব্যবহার করার আগে মুখ ও ঘাড় পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার তৈরি করা ফেসপ্যাকটি মুখ ও ঘাড়ে সমানভাবে মেখে নিন। ১৫ মিনিট রেখে দিন যাতে প্যাকটি শুকিয়ে যায়। এরপর সামান্য জল দিয়ে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। মুখ মুছে নিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। সপ্তাহে নিয়ম করে অন্তত ২-৩ দিন এই ফেসপ্যাক ব্যাবহার করুন উজ্জ্বল গ্লাস স্কিন পেতে।

এই ফেসপ্যাকের উপকারিতা কী?

এই ঘরোয়া ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে। চালের গুঁড়ো ত্বক স্ক্রাব করে এক্সফোলিয়েশনে সাহায্য করে।

এর অ্যালোভেরা জেল ত্বকে আর্দ্রতা যোগায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ত্বককে মসৃণও করে।

এছাড়া ত্বকের রোদে পোড়া ও কালচে ভাব কমায়, স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট