ট্রেন্ড দেখে আপনিও মুখে বরফ ঘষছেন রোজ? সতর্ক না হলে দেখা দিতে পারে এই সমস্যা

Published : Jul 06, 2025, 02:41 PM IST
skin care

সংক্ষিপ্ত

ত্বকে বরফ ব্যবহার কিছুটা উপকারী হলেও, অতিরিক্ত বরফের সংস্পর্শে ত্বকের ক্ষতি হয়। তাই জানতে হবে বরফ ব্যবহারে সঠিক নিয়ম এবং সচেতনতা। 

Ice For Skin Care: সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় ইনফলুন্সার ও তারকরা এক বাটি বরফ জলে মুখ ডুবিয়ে ত্বকের খেয়াল রাখছেন। বলছেন, বরফ ব্যবহার করলে ত্বক টানটান লাগে, ব্রণ কমে এবং চেহারায় আসে এক ফ্রেশ লুক। আপনিও তাদের দেখে ট্রেন্ড ফলো করছেন? তবে এই ট্রেন্ড অনুকরণ করতে গিয়ে যদি আপনি প্রতিদিনই বরফ মুখে ঘষতে থাকেন, এর উল্টো প্রভাবও পড়তে পারে আপনার ত্বকে।

ত্বকে বরফ ব্যবহার কিছুটা উপকারী হলেও, অতিরিক্ত বরফের সংস্পর্শে ত্বকের ক্ষতি হয়—ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে যেতে পারে, এমনকি বলিরেখার আশঙ্কাও তৈরি হতে পারে। তাই জানতে হবে বরফ ব্যবহারের সঠিক নিয়ম এবং সচেতনতা।

ত্বকে অতিরিক্ত মাত্রায় বরফ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে?

* ত্বকে প্রায়ই বরফ ঘষলে অনেক ধরনের ইরিটেশন দেখা দিতে পারে। র‍্যাশ, চুলকানি, লালচে ভাব এসব যেমন বরফের ব্যবহার কমায়, তেমনই অতিরিক্ত বরফের ব্যবহারে বেড়ে যেতেও পারে এইসব সমস্যা।

* ত্বকে বরফের ব্যবহার বেশি হয়ে গেলে ত্বক ভীষণ রুক্ষ, শুষ্ক ধরনের হয়ে যেতে পারে। ত্বক খসখসে ধরনের হয়ে যেতে পারে। তাই সাবধানে থাকুন।

* ত্বকে বরফে অতিরিক্ত ব্যবহার ত্বক থেকে যে ন্যাচারাল অয়েল বেরোয়, তার পরিমাণ কমিয়ে দেয়। এর ফলেও ত্বক মারাত্মক রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। অতএব ঘনঘন মুখে বরফ ঘষবেন কিনা, ঠিক করে নিন।

* যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা ত্বকে একেবারেই বেশি পরিমাণে বরফ ব্যবহার করতে যাবেন না। অবধারিত ভাবে ঠান্ডা লেগে যেতে পারে।

* অতিরিক্ত বরফের ব্যবহার ত্বকে গঠন নষ্ট করে। ফলে কমে যেতে পারে ত্বকের টানটান ভাব। সহজে দেখা দিতে পারে রিঙ্কেলস বা বলিরেখার সমস্যাও।

কিছু সতর্কতা

ট্রেন্ড দেখে মুখে ঠান্ডা বরফ ঘষার ফল সবার ক্ষেত্রে ভালো নাও হতে পারে। আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে বরফ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে ব্রনর সমস্যা বেড়ে যেতে পারে। বরফ ব্যবহারের পরে অবশ্যই ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি
Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন