
গ্রীষ্মকাল মানেই সূর্যের প্রচণ্ড তাপে অতিরিক্ত ঘাম, ধুলাবালি এবং তার সাথে ত্বকের নানা সমস্যা। এই সময় সবচেয়ে সাধারণ ও অস্বস্তিকর সমস্যা হলো ত্বকে ট্যান পড়া, বিশেষ করে মুখ, হাত, গলা ইত্যাদি খোলা অংশে। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের উপর দীর্ঘক্ষণ পড়লে পুড়ে রঙ কালো হয়ে যায়, উজ্জ্বলতা কমে যায় এবং অনেক সময় পিগমেন্টেশন শুরু হয়।
যদিও সানস্ক্রিন ব্যবহার কিছুটা সুরক্ষা দেয়, তবে তা একমাত্র সমাধান নয়। আবার সবরকম সানস্ক্রিন সবার ত্বকে স্যুটও করেনা। সেক্ষেত্রে রাসায়নিক মিশ্রিত প্রসাধনীর বদলে ত্বকের যত্নে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করলে আপনি সহজেই ট্যান দূর করতে পারেন। তেমনই একটি কার্যকর উপাদান হলো আলুর রস।
ট্যানিং দূর করতে আলুর রসের উপকারিতা
আলু শুধু রান্নার উপকরণ নয়, এটি ত্বকের জন্য এক অসাধারণ ঘরোয়া উপায়। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কোষের ক্ষয় রোধ করে। এছাড়াও ভিটামিন সি ও বি কমপ্লেক্স যা ত্বককে উজ্জ্বল করে। আলুর অ্যান্টি-এজিং উপাদান ত্বক টানটান রাখে, পিগমেন্টেশন ও দাগ হালকা করে। নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে, ট্যান, দাগ ও কালচে ভাব দূর করে।
১। আলু ও মুলতানি মাটি
উপকরণ
* ২-৩ চামচ আলুর রস
* ১-২ চামচ মুলতানি মাটি
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাত্রে আলুর রস বের করে নিন। তাতে মুলতানি মাটি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যবহারবিধি
সপ্তাহে ২ থেকে ৩ বার করে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ট্যান কমবে এবং ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
২। আলুর রস ও দুধ
এক চামচ আলুর রস ও এক চামচ কাঁচা দুধ মিশিয়ে তুলোর সাহায্যে মুখে আগাতে পারেন। ১০-১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বক ময়েশ্চারাইজ করে ত্বকের ট্যানিং দূর করে।
সতর্কতা
আলুর ফেসপ্যাক লাগানোর আগে ত্বক পরিষ্কার করে নিন। তবে প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন।