বয়স বাড়লেও চুল ঘন, লম্বা, কালো, ঝলমলে থাকুক, এটাই সবার কাম্য। এজন্য অনেকেই বাজারে পাওয়া নানা রকম হেয়ার গ্রোথ অয়েল, সিরাম ব্যবহার করেন। কিন্তু... এগুলোতে থাকা রাসায়নিক চুলের আরও ক্ষতি করে, তা অনেকেই জানেন না। এগুলো ব্যবহারে চুল লম্বা হওয়ার বদলে ঝরে পড়ার সম্ভাবনা বেশি।