Skin Care: বর্ষার মরশুমে ত্বকের রুক্ষ ভাব দূর হবে কলার গুণে, রইল কলা দিয়ে তৈরি ১০ ফেসপ্যাকের হদিশ
বর্ষার মরশুমে ত্বকের সমস্যা লেগেই থাকে। এই সময় চুলকানি এবং রুক্ষ্ম ভাব দেখা যায় অনেকের। আজ টিপস রইল ড্রাই স্কিনের জন্য। বর্ষার মরশুমে ত্বকের রুক্ষ ভাব দূর হবে কলার গুণে, রইল কলা দিয়ে তৈরি ১০ ফেসপ্যাকের হদিশ। দেখে নিন কীভাবে বানাবেন।
কলা, মধু ও ওটস গিয়ে প্যাক বানাতে পারেন। ওটস মিহি করে বেটে নিন। এবার কলা চটকে নিন। তার সঙ্গে মেশান ওটস। তাতে দিন মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও নারকেল তেল
কলা ও নারকেল তেল দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। কলা প্রথমে চটকে নিন। এবার তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও দই
বর্ষার মরশুমে ব্যবহার করতে পারেন কলা ও দইয়ের প্যাক। কলা চটকে নিয়ে তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও বেকিং সোডা
বর্ষার মরশুমে অনেকেই ব্রণর সমস্যায় ভোগেন। তারা কলা ও বেকিং সোডার প্যাক বানান। কলা চটকে নিয়ে তাতে মেশান বেকিং সোডা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও লেবুর রস
সারা বছরই দেখা যায় ট্যানের সমস্যা। বর্ষার সময় ট্যানের সমস্যা দূর করতে কলার প্যাক লাগাতে পারেন। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও চন্দন গুঁড়ো
কলা ও চন্দন গুঁড়ো দিয়ে প্যাক বানান। ত্বকের জেল্লা আনতে বেশ উপকারী এই প্যাক। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান চন্দন বাটা। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও দুধ
ত্বক নরম করতে কলা ও দুধের প্যাক লাগাতে পারেন। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও নারকেল দুধ
বর্ষায় ত্বকের যত্ন নিতে কলা ও নারকেল দুধের প্যাকও বেশ উপকারী। কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান নারকেল দুধ। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা ও অ্যাভোকাডো
বর্ষায় ব্যবহার করতে পারেন কলা ও অ্যাভোকাডোর প্যাক। কলা চটকে নিন। অন্য দিকে, অ্যাভোকাডোর খোসা ছাড়িয়ে ভিতরের সবুজ অংশ বের করে ভালো করে চটকে নিন। এবার কলা ও অ্যাভোকাডো এক সঙ্গে মেশান। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।
কলা, লেবুর রস ও মধু
কলা, লেবুর রস ও মধু দিয়ে বানাতে পারেন প্যাক। কলা চটকে নিন। তাতে লেবুর রস ও মধু দিন। এবার ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।