শীতের মরশুমে ব্রণর সমস্যা দূর করতে মেনে চলুন এই বিশেষ টিপস, জেনে নিন কী করবেন

Published : Jan 14, 2025, 09:09 PM IST
Caring for acne prone skin in winter

সংক্ষিপ্ত

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, বিশেষ করে গরম এবং শীতকালে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া উপাদান যেমন নিমপাতা, চিরতা, বেকিং সোডা, যবের গুঁড়ো, অলিভ অয়েল, তুলসী পাতা, মধু, দারচিনি এবং চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।

ব্রণ নিয়ে সারা বছর সমস্যা চলতে থাকে। গরমের সময় ঘাম ও নোংরা জমে বাড়ে সমস্যা। তেমনই শীতের সময়ও রোমকূপে জমে থাকা নোংরা থেকে বাড়তে থাকে এই ব্রণর সমস্যা। শীতের সময় এই ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস। জেনে নিন কী করবেন।

নিমপাতা ও চিরতার পেস্ট

নিমপাতা ও চিরতা একসঙ্গে পেস্ট করে নিন। তা ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেকিং সোডা

ব্রণ দূর করতে বেকিং সোডা উপকারী। পাত্রে বেকিং সোডা নিয়ে তাতে জল দিন। তা তুলোয় করে ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

যবের গুঁড়ো

ব্রণ দূর করতে যবের গুঁড়ো উপকারী। পাত্রে যবের গুঁড়ো নিয়ে তাতে জল দিন। তা তুলোয় করে ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

অলিভ অয়েল

অলিভ অয়েল ব্যবহারে মিলবে উপকার। মুখে অলিভ অয়েল লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। নির্দিষ্ট সময় পর ধুয়ে নিন। এতে ব্রণ দূর হবে তেমনই ত্বকে আসবে জেল্লা।

নিম ও তুলসির পেস্ট

নিমপাতা ও তুলসি পাতা একসঙ্গে পেস্ট করে নিন। তা ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

মধু ও দারুচিনি

ব্রণ দূর হবে মধু ও দারুচিনির গুণে। পাত্রে মধু নিন। তাতে মেশান দারুচিনি গুঁড়ো। তা তা ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

মধু ও চালের গুঁড়ো

পাত্রে চালের গুঁড়ো নিন। তাতে মেশান মধু। তা ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। রোজ ব্যবহারে মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার।

 

PREV
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট