রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা অনেকেরই। এই সময় ত্বকে শুষ্ক ভাব, চুলকানি থেকে শুরু করে ত্বক ফাটার মতো সমস্যা দেখা যায়। ত্বকের এই সমস্যা দূর করার উপায় খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। শীতের মরশুমে ব্যবহার করুন এই চারটি প্যাকে মধ্যে একটি, দূর হবে রুক্ষ্ম ত্বকের সমস্যা। জেনে নিন কী করবেন।
কলা ও মধু
প্রথমে কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে ২ দিন ব্যবহারেই দূর হবে রুক্ষ্ম ভাব।
ওটস, দুধ ও মধু
প্যাক বানাতে পারেন ওটস, দুধ ও মধু দিয়ে। প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দুধ। মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহারেই দূর হবে রুক্ষ্ম ভাব।
অ্যালোভেরা জেল ও মধু
অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে তাতে দিন মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। একদিন অন্তর ব্যবহারে মিলবে উপকার।
অ্যাভোকাডো ও দুধ
প্যাক বানান অ্যাভোকাডো ও দুধ দিয়ে। অ্যাভোকাডো কেটে বীজ বের করে নিন। তা চটকে নিন। এতে মেশান দুধ। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে ২ দিন ব্যবহারেই দূর হবে রুক্ষ্ম ভাব।