শীতের মরশুমে চুলের যাবতীয় সমস্যা দূর হবে ঘরোয়া উপায়, রইল বিশেষ প্যাকের হদিশ

Published : Nov 16, 2025, 07:52 PM IST

শীতের মরশুমে শুষ্ক চুল, খুশকি এবং চুল পড়ার মতো সাধারণ সমস্যা দেখা দেয়। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে পার্লার ট্রিটমেন্টের বদলে কলা-মধু, নারকেল তেল-লেবু এবং নিম-আমলকির মতো সহজলভ্য উপাদান দিয়ে তৈরি ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। 

PREV
15

শীতের মরশুম জুড়ে একের পর এক সমস্যা লেগেই থাকে। শুষ্ক চুল, খুশকি, ডগা ফাটা থেকে শুরু করে চুল পড়ার সমস্যায় এই সময় জের বার থাকেন অনেকে। কী করবেন তা ঠিক করে উঠতে পারেন না।

25

তেমনই শীতের সময় অনেকেই নিয়মিত পার্লার ট্রিটমেন্ট করেন আবার কেউ কেউ ব্যবহার করেন দামি পণ্য। এসব তো করবেনই। এরই সঙ্গে এবার ভরসা রাখুন ঘরোয়া উপায়। আজ রইল শীত চুলের যত্নের বিশেষ টোটকা। রইল বিশেষ প্যাকের হদিশ। জেনে নিন এক ঝলকে।

35

কলা ও মধু

শীতের চুলের রুক্ষ্ম ভাব দূর করতে ব্যবহার করতে পারেন কলা ও মধুর প্যাক। কলা প্রথমে চটকে নিন। এবার তাতে মেশান মধু। তা ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক চুলে লাগান। কিছুক্ষণ রেখে তা ধুয়ে নিন। ভালো করে শ্যাম্পু করে নিলে মিলবে উপকার।

45

নারকেল তেল ও পাতিলেবুর রস

পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান পাতিলেবুর রস দিন। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। এতে দূর হবে খুশকির সমস্যা।

55

নিম ও আমলকির প্যাক

প্রথমে নিমপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিন। এবার আমলকি সেদ্ধ করে নিন। আমলকি ঠান্ডা করে চটকে নিন। এবার তাতে মেশান নিমপাতা বাটা। এতে মেশাতে পারেন নারকেল তেল। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। শীতের মরশুমে চুলের যাবতীয় সমস্যা দূর হবে এই ঘরোয়া উপায়।

Read more Photos on
click me!

Recommended Stories