ত্বক নিয়ে নানান জটিলতা দেখা যায়। বিশেষ করে শীতের সময় দেখা দেয় সমস্যা। রুক্ষ্ম ত্বক, শুষ্ক ভাব, চুলকানি থেকে শুরু করে ত্বক ফাটার সমস্যা দেখা দেয় সকলের। এই সময় ত্বক সুস্থ রাখতে চাইলে ব্যবহার করুন ধনেপাতা, রইল বিশেষ প্যাকের হদিশ।
ধনেপাতা ও টমেটো
ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার তা বেটে নিন। অন্যদিকে টমেটো কেটে ভিতরের অংশ বের করে নিন। এবার ধনেপাতা বাটার সঙ্গে মেশান টমেটোর জেলের মতো অংশ। তা মিশিয়ে প্যাক বানান। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
ধনেপাতা ও গোলাপ জল
ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার তা বেটে নিন। এবার গোলাপ জল মেশান তার সঙ্গে ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
ধনেপাতা ও মুলতানি মাটি
ধনেপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার তা বেটে নিন। এবার মুলতানি মাটি বেটে নিন। এবার ধনেপাতার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
শীতের সময় ব্যবহার করুন এই সকল প্যাক। এতে মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে তা দিয়ে প্যাক বানাবেন।